Best Broadband Plans Under Rs 1000: ১০০০ টাকার মধ্যে রয়েছে বেশ কিছু ভাল ফাইবার ব্রডব্যান্ড ইন্টারনেট প্ল্যান। এক নজরে দেখে নেওয়া যাক কোন সংস্থা কেমন সুবিধা দিচ্ছে।
Reliance Jio Fiber Broadband Internet Plans
রিলায়েন্স জিওর জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের বিভিন্ন ধরনের অফার রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ১০০০ টাকার মধ্যে জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের প্ল্যান।
- জিও ফাইবারের ৩৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ৩০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
- জিও ফাইবারের ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন - জলবায়ু থেকে শস্যের সঠিক দাম, কৃষকদের সব রকম সুবিধা দেবে এই বিশেষ অ্যাপ
- জিও ফাইবারের ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১৫০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও আনলিমিটেড ডেটার সুবিধা এবং ১ বছরের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশনের সুবিধা। এর মধ্যে রয়েছে Amazon Prime Video, Disney+ Hotstar, Sony Liv, Zee 5, Discovery+, Jio Cinema।
Airtel Xtreme Fibre Broadband Internet Plans
- এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের ৭৯৯ টাকার প্ল্যানে ১ মাস ধরে ১০০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
- এয়ারটেল এক্সট্রিম ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের ৯৯৯ টাকার প্ল্যানে ১ মাস ধরে ২০০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
Excitel Fibre Broadband Internet Plans
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৬৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
আরও পড়ুন - শেয়ার করা যাবে গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৭৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ২০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
- এই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানে ৮৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে ১ মাস ধরে ৩০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা। একই সঙ্গে ফ্রি কলের সুবিধাও পাওয়া যাবে।
BSNL Broadband Plans
- ২৯৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ১০০জিবি ডেটা পর্যন্ত।
- ৩৯৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ২০০জিবি ডেটা পর্যন্ত।
- ৫৫৫ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ৫০০জিবি ডেটা পর্যন্ত।
-৭৭৯ টাকার প্ল্যানে ১০এমবিপিএস স্পিডের ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে কিন্তু ৭৭৯জিবি ডেটা পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airtel, Broadband plans, BSNL, Reliance Jio Fiber