Google Chrome: শেয়ার করা যাবে গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!

Last Updated:

Google Chrome: এক নজরে দেখে নেওয়া যাক গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে শেয়ার করার উপায়।

#নয়াদিল্লি: বর্তমানে অনেকেই এক সঙ্গে বিভিন্ন ধরনের ডিভাইসে কাজ করে থাকে। এক্ষেত্রে একটি ডিভাইসে একই সঙ্গে অনেকগুলো গুগল ক্রোম ট্যাব ওপেন করে রাখার ফলে কাজ করতে সমস্যার সৃষ্টি হতে পারে। একই সঙ্গে অন্য ডিভাইসেও তা করে থাকলে সব মিলিয়ে একটা জটিল আকার ধারণ করে। কিন্তু একটি ডিভাইস থেকে অন্য যে কোনও ডিভাইসে গুগল ক্রোম ট্যাব শেয়ার করা সম্ভব। এর ফলে একই সঙ্গে অনেকগুলো গুগল ক্রোম ট্যাব খুলে রাখার প্রয়োজন হয় না। এক নজরে দেখে নেওয়া যাক গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে শেয়ার করার উপায়। এর জন্য তিনটি উপায় রয়েছে। এই তিনটি উপায় হল -
ল্যাপটপ আইকন ইন অ্যাড্রেস বার -
স্টেপ ১ - প্রথমেই ক্রোম ওয়েব পেজের অ্যাড্রেস বারে ক্লিক করতে হবে।
স্টেপ ২ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ড দিস পেজ' (Send this page) অপশন।
advertisement
স্টেপ ৩ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ড ইয়োর ডিভাইসেস' (Send your devices) অপশন।
স্টেপ ৪ - সেই ডিভাইস সিলেক্ট করতে হবে, যেখানে সেই ট্যাব সেন্ড করা দরকার।
advertisement
স্টেপ ৫ - এরপর সিলেক্ট করতে হবে 'সেন্ডিং' (sending) পপআপ।
স্টেপ ৬ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
রাইট ক্লিক অন দ্য ওয়েব পেজ ইউআরএল (URL) -
স্টেপ ১ - অ্যাড্রেস বারের পেজ ইউআরএল (URL) হাইলাইট করতে হবে।
স্টেপ ২ - ইউআরএলে রাইট ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৩ - সেন্ড টু (Send To)অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
রাইট ক্লিক অন দি ওয়েব পেজ -
স্টেপ ১ - ওপেন করতে হবে ওয়েব পেজ এবং রাইট ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ২ - এরপর ক্লিক করতে হবে সেন্ড টু অপশনে। যে ডিভাইসে পাঠানো দরকার, সেই ডিভাইসে।
স্টেপ ৩ - এরপর স্মার্টফোনে পাঠানো হবে ক্রোম নোটিফিকেশন। এবার ফোনেই ব্যবহার করা যাবে সেই ট্যাব।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome: শেয়ার করা যাবে গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement