Flipkart Grand Gadget Day Sale: ফ্লিপকার্ট-এ চলছে গ্র্যান্ড গ্যাজেট ডে সেল, দেখে নিন এক ঝলকে

Last Updated:

Flipkart Grand Gadget Days Sale Now Live: এক নজরে দেখে নেওয়া যাক Flipkart-এর গ্র্যান্ড গ্যাজেট ডে সেলে কী কী পাওয়া যাচ্ছে।

Flipkart Grand Gadget Day Sale: শুরু হয়েছে গ্র্যান্ড গ্যাজেট ডে সেল, দেখে নিন এক ঝলকে
Flipkart Grand Gadget Day Sale: শুরু হয়েছে গ্র্যান্ড গ্যাজেট ডে সেল, দেখে নিন এক ঝলকে
Flipkart Grand Gadget Day Sale: জনপ্রিয় ই-কমার্স সংস্থা Flipkart ভারতে শুরু করেছে তাদের 'গ্র্যান্ড গ্যাজেট ডে' ( Grand Gadget Day Sale) সেল। Flipkart-এর বিগ সেভিং ডে সেল শেষ হওয়ার পরেই তারা শুরু করেছে তাদের গ্র্যান্ড গ্যাজেট ডে সেল। Flipkart এর এই গ্র্যান্ড গ্যাজেট ডে সেল চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। Flipkart-এর এই সেলে পাওয়া যাচ্ছে প্রায় ৮০ শতাংশ ছাড়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং গ্যাজেটের ওপরে পাওয়া যাচ্ছে এই আকর্ষণীয় ছাড়। এছাড়াও Flipkart-এর এই সেলে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার। এক নজরে দেখে নেওয়া যাক Flipkart-এর গ্র্যান্ড গ্যাজেট ডে সেলে কী কী পাওয়া যাচ্ছে।
ডেলের ল্যাপটপে পাওয়া যাচ্ছে ৩০ শতাংশ ছাড়
Dell Inspiron Core
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৩ (11th Gen Core i3), ৮ জিবি (GB) র‍্যাম (RAM), ১ টিবি (TB) এইচডিডি (HDD), ইনটেল ইন্টাগ্রেটেড ইউএইচডি (UHD), ১৫.৬ ইঞ্চির স্ক্রিন।
advertisement
Dell Inspiron
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৫ (11th Gen Core i5), ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি (SSD), আইরিস এক্সই জিপিইউ (Iris Xe GPU), ১৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ৬৯,৮৯০ টাকা।
advertisement
Dell Inspiron Core 2-in-1
ডেলের এই ল্যাপটপে রয়েছে ১১ জেনারেশন কোর আই৫, ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি, আইরিস এক্সই জিপিইউ, ১৪ ইঞ্চির স্ক্রিন এবং পেন। এর দাম প্রায় ৭৮,২৯০ টাকা।
advertisement
ইয়ার বাডের ওপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড় -
- Realme Buds Air 2 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেসন যুক্ত পাওয়া যাচ্ছে ২,৯৯৯ টাকায়।
- OnePlus Buds Z2 অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেসন যুক্ত পাওয়া যাচ্ছে ৪,৯৯৯ টাকায়।
advertisement
- Nothing Ear 1 পাওয়া যাচ্ছে ৫,4৯৯ টাকায়।
- Apple AirPods পাওয়া যাচ্ছে ১১,৪৯৯ টাকায়।
- Apple AirPods Pro ম্যাগসেফ চার্জ কেস যুক্ত পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়।
১০,০০০ টাকার নিচে ক্যামেরা-
- Fujifilm Instax Mini 9 ইনস্ট্যান্ট ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৩,৯৯৯ টাকায়।
- D68AV 4K রেকর্ডিং যুক্ত ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৬,৯৯৯ টাকায়।
advertisement
- Fitspark Eagle i Max স্পোর্টস এবং অ্যাকশন 4K রেকর্ডিং যুক্ত ক্যামেরা পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়।
ট্যাবলেটের ওপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়-
Samsung Galaxy Tab A7
এই ট্যাবে রয়েছে ৩ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ১০.৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ১৬,৪৯৯ টাকা।
Realme Pad
এই ট্যাবে রয়েছে ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ১০.৪ ইঞ্চির স্ক্রিন। এর দাম প্রায় ১৭,৯৯৯ টাকা।
advertisement
Lenovo M10 FHD Plus
এই ট্যাবে রয়েছে ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ১০.৩ ইঞ্চির স্ক্রিন, পেন। এর দাম প্রায় ২১,৯৯৯ টাকা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart Grand Gadget Day Sale: ফ্লিপকার্ট-এ চলছে গ্র্যান্ড গ্যাজেট ডে সেল, দেখে নিন এক ঝলকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement