iPhone 15 Pro: দুর্দান্ত 5x পেরিস্কোপ জুম-সহ লঞ্চ হতে পারে iPhone 15 Pro, জেনে নিন বিশদে

Last Updated:

মূলত iPhone 15 Pro মডেলগুলিতেই থাকতে পারে এই ৫এক্স পেরিস্কোপ লেন্স

iPhone 15 Pro: এই বছরেই রিলিজ হতে চলেছে iPhone-এর নতুন iPhone 15 সিরিজের ফোন। এর মধ্যেই শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে iPhone-এর নতুন ফোন iPhone 15 Pro। iPhone-এর তরফে পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোটাইপ এবং কম্পোনেন্ট স্যাম্পেলের। এর ফলে মনে করা হচ্ছে যে iPhone 15 Pro-তে ব্যবহার করা হতে পারে ৫এক্স পেরিস্কোপ লেন্সেস। ২০২২ সালের মে মাসে iPhone এর তরফে জানানো হতে পারে তাদের নতুন ফোন iPhone 15 Pro সম্বন্ধে, iPhone-এর ম্যানুফ্যাকচারিং কোম্পানি জানাতে পারে iPhone 15 Pro-তে ৫এক্স পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হবে কি না। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে ৫এক্স টেলিফটো লেন্সেস নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং সম্ভবত iPhone-এর নতুন ফোন iPhone 15 Pro-তে ব্যবহার করা হতে পারে ৫এক্স পেরিস্কোপ লেন্সেস।
৯টুম্যাকের (9toMac) রিপোর্ট অনুযায়ী অ্যানালিস্ট জেফ পু (Jeff Pu) iPhone 15 Pro সম্বন্ধে জানিয়েছেন। অ্যাপল (Apple) এই বছরের মধ্যেই রিলিজ করতে পারে তাদের iPhone 14 সিরিজের ফোন। অ্যাপেলের iPhone 13 সিরিজের ফোনের সাফল্যের পরে তারা নিয়ে আসতে চলেছে তাদের নতুন সিরিজের ফোন। অ্যাপেলের নতুন ফোনের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে উন্নত টেকনোলজির ক্যামেরা এবং লেন্স। ২০২৩ সালে নিয়ে আসা হতে পারে iPhone-এর হাই এন্ড মডেলের সিরিজের ফোন। এর মধ্যে রয়েছে iPhone15 এবং iPhone Pro Max।
advertisement
advertisement
বর্তমানে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোনে ইতিমধ্যেই ব্যাবহার করা হচ্ছে পেরিস্কোপ লেন্স, টেলিফটো ক্যামেরা। এখন অ্যাপল তাদের নতুন সিরিজের ফোনে নিয়ে আসতে চলেছে এই ধরনের পেরিস্কোপ লেন্স এবং টেলিফটো ক্যামেরা। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে অ্যাপল তাদের ফোনে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার আগে বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা চালচ্ছে। তারা তাদের ফোনে এই ধরনের প্রযুক্তির বেস্ট ভার্সন ও উন্নত টেকনোলজির ব্যবহার করতে চায়।
advertisement
অ্যাপেলের iPhone 13 সিরিজের ফোনের অভাবনীয় সাফল্যের পরে তাদের লাইনে রয়েছে iPhone-এর নতুন iPhone 14 সিরিজের ফোন, যা লঞ্চ করা হতে পারে এই বছরের মধ্যে। এরপর ২০২৩ সালের মধ্যে নিয়ে আসা হতে পারে iPhone-এর নতুন ফোন iPhone 15 Pro। iPhone-এর নতুন ফোনে কী ধরনের উন্নত প্রযুক্তি এবং উন্নত ফিচার থাকতে পারে তা ভবিষ্যতে জানা যাবে!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 15 Pro: দুর্দান্ত 5x পেরিস্কোপ জুম-সহ লঞ্চ হতে পারে iPhone 15 Pro, জেনে নিন বিশদে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement