ভারতীয় যাত্রীদের জন্য স্বস্তি, বিমান চলাচলে কোনও সমস্যা তৈরি করবে না 5G
- Published by:Ananya Chakraborty
Last Updated:
5G won't be threat to aircraft in India: আসলে ৫জি-র কারণে বিমান ওড়াতে এবং অ্যাল্টিটিউড রিডিং করতে সমস্যা হচ্ছে বিমানচালকদের।
#নয়াদিল্লি: ভারতে বিমান যাত্রার ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক কোনও সমস্যা তৈরি করতে পারবে না। আইটিইউ এপিটি ফাউন্ডেশন অফ ইন্ডিয়া (ITU APT Foundation Of India) বৃহস্পতিবার জানিয়েছে যে, ভারতে ৫জি নেটওয়ার্ক চালু হলে তা ভারতের এয়ারক্র্যাফট সেক্টর এবং এয়ারলাইন্স সেক্টরে কোনও ধরণের বিরূপ প্রভাব ফেলতে পারবে না। সম্প্রতি বিভিন্ন ধরনের এয়ারলাইন্স কোম্পানি আমেরিকায় তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। আমেরিকার বিমানবন্দরগুলিতে ৫জি নেটওয়ার্ক চালু করার জন্য বিভিন্ন ধরনের এয়ারলাইন্স এই সিদ্ধান্ত নিয়েছে। সেই সব এয়ারলাইন্স কোম্পানি জানিয়েছে যে, ৫জি নেটওয়ার্কের ফলে তাদের বিমান চালাতে অসুবিধা হচ্ছে। আসলে ৫জি-র কারণে বিমান ওড়াতে এবং অ্যাল্টিটিউড রিডিং করতে সমস্যা হচ্ছে বিমানচালকদের।
আইটিইউ এপিটি ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভারত ভাটিয়া (Bharat Bhatia) জানিয়েছেন যে, ভারতের এয়ারক্র্যাফট সেক্টরের কোনও ভয় নেই ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রে। কারণ ভারতের ৫জি নেটওয়ার্কের জন্য অ্যালোকেট করা হয়েছে ৩৩০০-৩৬৭০ এমএইচজেড। এর জন্য ভারতের সিভিল অ্যাভিয়েশন র্যাডার অল্টিমিটারের ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক কোনও ধরনের সমস্যা সৃষ্টি করতে পারবে না। ৫জি নেটওয়ার্ক চালু করার জন্য ভারতে যে ধরনের স্পেকট্রামের ব্যবহার করা হবে, তা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোনও রকম সমস্যা সৃষ্টি করতে পারবে না। এর ফলে ভারতে বিমান যাত্রার ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক সে ভাবে সমস্যা হয়ে দাঁড়াবে না।
advertisement
advertisement
আইটিইউ এপিটি ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভারত ভাটিয়া জানিয়েছেন যে, আমেরিকার ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রে যে ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, তার থেকে অনেক কম ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হবে ভারতের ৫জি নেটওয়ার্কের জন্য। এর ফলে আমেরিকায় বিমান চলাচলের ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক যে ধরনের সমস্যার সৃষ্টি করেছে, ভারতে বিমান চলাচলের ক্ষেত্রে ৫জি নেটওয়ার্ক সেই রকম সমস্যা সৃষ্টি করতে পারবে না। ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার আগে এই সকল বিষয়ের উপরে নজর দিচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
advertisement
ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করার জন্য বিভিন্ন পর্যায়ের কাজ এখনও চলছে। ৫জি নেটওয়ার্কের জন্য স্পেকট্রাম বণ্টন এখনও আলোচনার স্তরে রয়েছে। তাই ভারতে কবে ৫জি নেটওয়ার্ক চালু হবে, সেই বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ভারতে ৫জি নেটওয়ার্ক চালু হলেও, ভারতের এয়ারলাইন্স সেক্টরের সমস্যার কোনও কারণ নেই। কারণ ভারতে ৫জি নেটওয়ার্ক চালু হলেও, ভারতে নিরাপদেই উড়তে পারবে বিমান। ৫জি নেটওয়ার্ক বিমান চলাচলে কোনও রকম সমস্যা সৃষ্টি করবে না।
Location :
First Published :
January 22, 2022 7:58 PM IST