Android Secret Codes: অ্যান্ড্রয়েড সিক্রেট কোড জানা থাকলেই মিলবে নিজেদের স্মার্টফোনের গোপন তথ্য

Last Updated:

Android Secret Codes: বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা সম্ভব।

Android Secret Codes: যাঁরা অনেক দিন ধরে অ্যান্ড্রয়েড (Android) ফোন ব্যবহার করেন, তাঁরাও অ্যান্ড্রয়েড ফোনের অনেক কোড (Android Secret Codes) সম্পর্কে বিশদে জানেন না। কিন্তু এমন অনেক কোড রয়েছে, যার সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইস সম্পর্কে অনেক তথ্য জানা যায়। এর মধ্যে রয়েছে ফোনের আইএমইআই (IMEI) নম্বর, ফোনের ডিভাইসের স্পেসিফিক অ্যাবসর্পসন রেট (SAR), ফোনের ডিভাইসের এমএসি (MAC) অ্যাড্রেস, ফোনের ডিভাইসের র‍্যাম (RAM) ভার্সন এবং ফোনের ডিভাইসের টাচস্ক্রিন ভার্সন ইত্যাদি। বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা সম্ভব।
অ্যান্ড্রয়েড সিক্রেট কোড -
অ্যান্ড্রয়েড সিক্রেট কোড দুই ধরনের হয়। এর মধ্যে একটি হল আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (USSD) কোড এবং আর একটি হল ম্যান মেশিন ইন্টারফেস (MMI) কোড। নিজেদের ফোনের নেটওয়ার্ক অপারেটর সম্পর্কে জানতে সাহায্য করে আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা কোড। নিজেদের ফোনের ব্র্যান্ড নেম এবং মডেল জানতে সাহায্য করে ম্যান মেশিন ইন্টারফেস কোড। এই দুটি কোডের সাহায্যে নিজেদের ফোন এবং ফোনের ডিভাইসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা যায়। এই কোডের মাধ্যমে জানা যায় যে, ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি (IMEI)।
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোড (Android Secret Codes)। এর সাহায্যে ফোনের ডিভাইসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যায়।
*#০৬# – এই কোড নিজেদের ফোনের আইএমইআই (IMEI) নম্বর জানতে সাহায্য করে।
advertisement
*#০৭# – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের স্পেসিফিক অ্যাবসর্পসন রেট (SAR) জানতে সাহায্য করে।
*#*#২২৫#*#* – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের ক্যালেন্ডার স্টোরেজ ইনফো জানতে সাহায্য করে।
*#*#৪২৬#*#* – এই কোড গুগল প্লে সার্ভিস (Google Play Service) জানতে সাহায্য করে।
*#*#১২৩৪#*#* – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের পিডিএ (PDA) সফটওয়্যার ভার্সন জানতে সাহায্য করে।
advertisement
*#১২৫৮০*৩৬৯# – এই কোড নিজেদের ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফো জানতে সাহায্য করে।
*#৭৪৬৫৬২৫# – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের লক স্ট্যাটাস জানতে সাহায্য করে।
advertisement
*#*#২৩২৩৩৮#*#* – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের এমএসি (MAC) অ্যাড্রেস জানতে সাহায্য করে।
*#*#২৬৬৩#*#* – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের টাচস্ক্রিন ভার্সন জানতে সাহায্য করে।
*#*#৩২৬৪#*#* – এই কোড নিজেদের ফোনের ডিভাইসের র‍্যাম (RAM) ভার্সন জানতে সাহায্য করে।
ফলে বোঝাই যাচ্ছে, এই সকল কোড জানা থাকলে সহজেই পাওয়া যাবে নিজেদের ফোনের ডিভাইস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Android Secret Codes: অ্যান্ড্রয়েড সিক্রেট কোড জানা থাকলেই মিলবে নিজেদের স্মার্টফোনের গোপন তথ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement