ChatGPT কি সত্যিই বেকারত্বের দিকে ঠেলে দেবে মানুষকে! জেনে নিন বিস্তারিত
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিশ্বের সব থেকে আলোচিত কৃত্রিম মেধা ভিত্তির টুল এই ChatGPT, যার ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি রোজকার চ্যাটবটে
সেই কোন আদিম কাল থেকে মানুষ স্বপ্ন দেখে এসেছে প্রকৃতির সমকক্ষ হওয়ার। একটু একটু করে নিজেকে সেই লক্ষ্যে গড়েপিঠে নিয়েছে মানুষ। আগুন জ্বেলেছে, চাকা গড়িয়েছে, পাখির মতো উড়তে চেয়েছে, পাথড়ের বুক ফাটিয়ে এগিয়ে গিয়েছে, সমুদ্রের বুকে বাধ পরিয়েছে। আর চেয়েছে ঠিক মানুষের মতো একখানা প্রতিরূপ তৈরি করতে।
সাফল্য হিসেবেই পৃথিবীতে এসেছে রোবোট। প্রায় মানুষের মতো মেধা নিয়ে এসেছে কম্পিউটার। আর সম্প্রতি এই কৃত্রিম মেধা নিয়েই মজে রয়েছে মানুষ, উত্তাল তার পরিণতি নিয়ে। ইন্টারনেটে এখন যে শব্দটা সব থেকে বেশি শোনা যাচ্ছে তা হল ChatGPT। বিশ্বের সব থেকে আলোচিত কৃত্রিম মেধা ভিত্তির টুল এই ChatGPT, যার ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি রোজকার চ্যাটবটে।
advertisement
একেবারে রিয়েলটাইমে মানুষের সঙ্গে মানুষের মত করে প্রায় সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে এটি। ভাষার উপর ভিত্তি করে কাজ করা ChatGPT মডেল এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তথা এনসাইক্লোপিডিয়া হয়ে উঠেছে; ক্রমশ বাড়ছে ব্যবহার। জেনে নেওয়া যাক বিস্তারিত —
advertisement
advertisement
ChatGPT আসলে OpenAI নামক এক স্টার্টআপ দ্বারা নির্মিত কৃত্রিম মেধা ভিত্তিক একটি প্রোগ্রাম। এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি খুব সহজেই পৃথক পৃথক ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ’ তৈরি করে ফেলতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মানুষের মত সাড়া দেওয়া। তাই চ্যাটবট, এআই সিস্টেম বেসড কনভারশেসন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটি দারুণ কাজ করে। ব্যবহারকারীর সঙ্গে কথা বলা থেকে শুরু করে গল্প-কবিতা-নিবন্ধ এমনকী কোড লেখা, অনুবাদ করা, বিভিন্ন প্রশ্নের উত্তর বা টিপস দেওয়ার মত কাজও করতে পারে।
advertisement
ChatGPT-র ব্যবহার
OpenAI-র তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে ChatGPT-র কোনো অ্যাপ লঞ্চ করা হয়নি। ফলে এর কাজ সম্পর্কে জানতে গেলে কয়েকটি পদক্ষেপ করতে হবে—
১. ChatGPT ব্যবহার করতে প্রথমে ব্রাউজারের লগইন পেজে যেতে হবে।
২. এখানে একটি এআই অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করতে হবে।
৩. এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য মোবাইল নম্বর চাওয়া হবে, মোবাইলে কোড আসবে।
advertisement
৪. এসএমএস অ্যাক্টিভেশন অপশনে গিয়ে রেজিস্টার করে বেছে নিতে হবে ব্যালেন্সে রিচার্জ অপশন। পরবর্তী ধাপে সার্চ বক্স থেকে এআই সার্ভিস সার্চ করতে হবে।
৫. উপরোক্ত ধাপগুলির কাজ সম্পন্ন হলে ‘শপিং কার্ট’ বাটন প্রেস করতে হবে। এখানে মোবাইল নম্বর কপি করে চ্যাট জিপিটিতে আরেকবার তা ভেরিফিকেশন করে কোড জেনারেট করতে হবে।
advertisement
৬. ওপেন এআই বক্সে ওই কোড লিখে নির্বাচন করতে হবে রেজিস্ট্রেশনের কারণ।
ChatGPT-তে বেকারত্বের আশঙ্কা
বর্তমানে বেশির সংস্থাই চ্যাটবট পরিষেবা চালু করেছে, যাতে সাধারণ মানুষ মেসেজের মাধ্যমেই তাদের সুবিধা-অসুবিধা তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি চ্যাটবট ‘নিউ নর্মাল’-এ পরিণত হয় তাহলে কাস্টমার সার্ভিস হোক বা টেলিকলার—যে কোনও পদই অবলুপ্ত হয়ে যাবে। সব কাজ করবে কৃত্রিম মেধা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 2:06 PM IST