Weaving Industry: হারিয়ে যাওয়ার মুখ থেকে কামব্যাক! মজুরির 'ম্যাজিকে' ঘুরে দাঁড়াচ্ছে বসিরহাটের তাঁতশিল্প, আশার আলো দেখছে বহু পরিবার
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Weaving Industry: এক তাঁতশিল্পী জানান, “এ আমাদের বাপ-ঠাকুরদার ব্যবসা। অনেক কষ্ট করেই আমরা এই কাজ টিকিয়ে রেখেছি। মজুরি একটু বাড়ায় সংসার চালানোর ভরসা পাচ্ছি।”
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ দুর্ঘটনা থেকে অসুখ, সারা বছর চাহিদা থাকলেও বসিরহাটে টিকে লড়াই গজ, ব্যান্ডেজ শিল্পের। দুর্ঘটনা কিংবা ছোট-বড় অসুখ-বিসুখে গজ, ব্যান্ডেজের প্রয়োজন কখনও ফুরোয় না। সেই চাহিদা মেটাতেই বছরের পর বছর ধরে বসিরহাট মহকুমার কয়েকটি গ্রামে গড়ে উঠেছে গজ, ব্যান্ডেজ তৈরির এক বিশেষ তাঁতশিল্প। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের দেভোগ, মাঝেরপাড়া, বাগানআইট, ভ্যাবলা এবং বসিরহাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় আজও খটখট শব্দে চলেছে তাঁতের কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, মূলত তাঁতশিল্পের মাধ্যমেই এই গজ, ব্যান্ডেজ তৈরি হয়। এক সময় সম্পূর্ণ হাতেচালিত তাঁতে কাজ হত। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে বিদ্যুৎচালিত তাঁতেই উৎপাদন হচ্ছে। ফলে কাজের গতি কিছুটা বাড়লেও খরচ বেড়েছে বহু গুণ।
আরও পড়ুনঃ রাস্তার মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল চারচাকা! দুর্গাপুর-কলকাতা লেনে মারাত্মক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন আরোহীরা
তাঁতশিল্পীরা জানান, সুতো, বিদ্যুৎ, যন্ত্রাংশ-সহ প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় কয়েক বছর আগে এই শিল্প কার্যত ধুঁকতে শুরু করে। অনেকেই বাধ্য হয়ে পেশা বদল করেছেন। তবে সম্প্রতি মজুরি আগের তুলনায় কিছুটা বাড়ায় আবারও আশার আলো দেখছেন তাঁতশিল্পীরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক তাঁতশিল্পী জানান, “এ আমাদের বাপ-ঠাকুরদার ব্যবসা। অনেক কষ্ট করেই আমরা এই কাজ টিকিয়ে রেখেছি। মজুরি একটু বাড়ায় সংসার চালানোর ভরসা পাচ্ছি।” বর্তমানে বহু পরিবার এখনও এই শিল্পের উপর নির্ভরশীল। তাঁদের আশা, সরকারি সহযোগিতা ও ন্যায্য দাম পেলে আবারও পুরনো জৌলুস ফিরে পাবে বসিরহাটের গজ, ব্যান্ডেজ শিল্প।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 24, 2025 9:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weaving Industry: হারিয়ে যাওয়ার মুখ থেকে কামব্যাক! মজুরির 'ম্যাজিকে' ঘুরে দাঁড়াচ্ছে বসিরহাটের তাঁতশিল্প, আশার আলো দেখছে বহু পরিবার









