বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে চান চটকদার ডিজাইন? গরম বাড়ার আগেই বাড়িতে নিয়ে আসুন এই ফ্রিজটি

Last Updated:

কেউ একটি রেফ্রিজারেটর কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নেওয়া যাক বাজারের এই সস্তা ফ্রিজটির দিকে তাকানো যাক।

শীতের বেলা প্রায় পড়েই এল। ভারতে এবার বসন্তের দু’তিন দিন পেরোলেই আবার শুরু হবে গ্রীষ্ম। ঘরে ঘরে বাড়বে শীতের জন্য হাহাকার। বেড়ে যাবে এসি, রেফ্রিজারেটরের চাহিদা। সকলেই এক গেলাস ঠান্ডা জলের জন্য তাকিয়ে থাকবেন ফ্রিজের দিকে। তাই আগে ভাগেই কিছুটা কম দামে কিনে রাখা যায় ফ্রিজ। এই সময় বাজারে রেফ্রিজারেটরের উপর দারুণ সব ছাড় চলছে।
সাশ্রয়ী মূল্যের ফ্রিজের চেহারাও দারুন আকর্ষণীয় হতে পারে। ‘ফাস্ট কুলিং এবং ফাস্ট আইস মেকিং’-এর মত কার্যকারিতা পাওয়া যেতে পারে এই রেফ্রিজারেটরে। এতে বাজার থেকে কেনা শাকসবজি এবং ফলগুলি দীর্ঘ সময় পর্যন্ত তাজা রাখা সম্ভব হবে। এই ফ্রিজটি বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্য ভাবে হ্রাস করতে সক্ষম। এমন পরিস্থিতিতে যদি কেউ একটি রেফ্রিজারেটর কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নেওয়া যাক বাজারের এই সস্তা ফ্রিজটির দিকে তাকানো যাক।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
ডায়রেক্ট কুলিং ফাংশন-সহ এই রেফ্রিজারেটরটিতে রয়েছে সিঙ্গল ডোর। ১৯০ লিটারের এই ফ্রিজটি শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে ‘টু-স্টার’ রেটিং পেয়েছে। এতে রয়েছে ইনসুলেটেড ক্যাপিলরি প্রযুক্তি। ফলে দ্রুত ঠান্ডা হওয়া এই ফ্রিজ ফল এবং সবজি দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে পারে। আর এতে রয়েছে প্রচুর জায়গা, যাতে অনেক সবজি জমিয়ে রাখা সম্ভব।
advertisement
advertisement
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
এই ফ্রিজের চেহারা এবং ডিজাইন যথেষ্ট আকর্ষণীয়। যে কোনও রান্নাঘরের ভোল বদলে দিতে পারে। ১৯২এল ধারণ ক্ষমতার মধ্যে সব থেকে ভাল ফ্রিজ বলাই যায়। দু’টি স্টার-সহ এর বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতা পরিবারের আর্থিক দিকে যেমন সুরাহা আনে, তেমনই পরিবেশ বাঁচাতেও সহায়ক।
advertisement
এটি হল LG-র 190L 2 Star ডাইরেক্ট-কুল সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। এই সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরে মধ্যে এটি দ্রুত বরফ তৈরি করতে পারে। দারুন সব রং এবং প্রিন্টে পাওয়া যেতে পারে এই ফ্রিজ।
তাই দেরি না করে এইবেলা নিজের পছন্দের ফ্রিজটি কিনে ফেলাই বুদ্ধিমানের কাজ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে চান চটকদার ডিজাইন? গরম বাড়ার আগেই বাড়িতে নিয়ে আসুন এই ফ্রিজটি
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement