শীতের বেলা প্রায় পড়েই এল। ভারতে এবার বসন্তের দু’তিন দিন পেরোলেই আবার শুরু হবে গ্রীষ্ম। ঘরে ঘরে বাড়বে শীতের জন্য হাহাকার। বেড়ে যাবে এসি, রেফ্রিজারেটরের চাহিদা। সকলেই এক গেলাস ঠান্ডা জলের জন্য তাকিয়ে থাকবেন ফ্রিজের দিকে। তাই আগে ভাগেই কিছুটা কম দামে কিনে রাখা যায় ফ্রিজ। এই সময় বাজারে রেফ্রিজারেটরের উপর দারুণ সব ছাড় চলছে।
সাশ্রয়ী মূল্যের ফ্রিজের চেহারাও দারুন আকর্ষণীয় হতে পারে। ‘ফাস্ট কুলিং এবং ফাস্ট আইস মেকিং’-এর মত কার্যকারিতা পাওয়া যেতে পারে এই রেফ্রিজারেটরে। এতে বাজার থেকে কেনা শাকসবজি এবং ফলগুলি দীর্ঘ সময় পর্যন্ত তাজা রাখা সম্ভব হবে। এই ফ্রিজটি বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্য ভাবে হ্রাস করতে সক্ষম। এমন পরিস্থিতিতে যদি কেউ একটি রেফ্রিজারেটর কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেখে নেওয়া যাক বাজারের এই সস্তা ফ্রিজটির দিকে তাকানো যাক।
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
ডায়রেক্ট কুলিং ফাংশন-সহ এই রেফ্রিজারেটরটিতে রয়েছে সিঙ্গল ডোর। ১৯০ লিটারের এই ফ্রিজটি শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে ‘টু-স্টার’ রেটিং পেয়েছে। এতে রয়েছে ইনসুলেটেড ক্যাপিলরি প্রযুক্তি। ফলে দ্রুত ঠান্ডা হওয়া এই ফ্রিজ ফল এবং সবজি দীর্ঘ সময়ের জন্য সতেজ রাখতে পারে। আর এতে রয়েছে প্রচুর জায়গা, যাতে অনেক সবজি জমিয়ে রাখা সম্ভব।
আরও পড়ুন - পুরুষের পর্দাফাঁস! Facebook-এর এই গ্রুপে ‘ডার্টি সিক্রেট চালাচালি’ করেন মেয়েরা
এই ফ্রিজের চেহারা এবং ডিজাইন যথেষ্ট আকর্ষণীয়। যে কোনও রান্নাঘরের ভোল বদলে দিতে পারে। ১৯২এল ধারণ ক্ষমতার মধ্যে সব থেকে ভাল ফ্রিজ বলাই যায়। দু’টি স্টার-সহ এর বিদ্যুৎ সাশ্রয় ক্ষমতা পরিবারের আর্থিক দিকে যেমন সুরাহা আনে, তেমনই পরিবেশ বাঁচাতেও সহায়ক।
এটি হল LG-র 190L 2 Star ডাইরেক্ট-কুল সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর। এই সিঙ্গেল ডোর রেফ্রিজারেটরে মধ্যে এটি দ্রুত বরফ তৈরি করতে পারে। দারুন সব রং এবং প্রিন্টে পাওয়া যেতে পারে এই ফ্রিজ।
তাই দেরি না করে এইবেলা নিজের পছন্দের ফ্রিজটি কিনে ফেলাই বুদ্ধিমানের কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Refrigerator