OnePlus 13 Launch Date: ৩১ অক্টোবর লঞ্চ হচ্ছে OnePlus 13, কেমন হবে ক্যামেরা, কি কি ফিচার থাকবে?
- Published by:Ananya Chakraborty
- trending desk
Last Updated:
OnePlus 13 Launch Date: মাসের শেষ দিকে চিনে লঞ্চ হতে চলেছে OnePlus-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। জেনে নিন ডিজাইন এবং কী কী রঙে মিলবে
OnePlus 13 Launch Date: গত কয়েক মাস ধরেই জল্পনা কল্পনা চলছিল। টিজারও এসে গিয়েছিল। অবশেষে জানা গেল, OnePlus 13 লঞ্চের দিনক্ষণ। চলতি মাসের শেষ দিকে চিনে লঞ্চ হতে চলেছে OnePlus-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ডিজাইন এবং কী কী রঙে মিলবে তা জানানোর পাশাপাশি লোকাল রিফ্রেশ রেট ফিচার সহ BOE X2 ডিসপ্লে থাকার খবর নিশ্চিত করেছে সংস্থা।
OnePlus 13 লঞ্চের দিন, ডিজাইন এবং অন্যান্য তথ্য: ৩১ অক্টোবর চিনে লঞ্চ হবে OnePlus 13। এমনটাই জানানো হয়েছে OnePlus-এর তরফে। হ্যান্ডসেটে আপগ্রেডেড পারফরম্যান্স, ডিসপ্লে, ব্যাটারি লাইফ ও চার্জিং এবং ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে OnePlus 13 24 GB পর্যন্ত RAM এবং 1 TB স্টোরেজ সহ Snapdragon 8 Gen 4 বা 8 Elite প্রসেসর চালিত প্রথম স্মার্টফোন হতে চলেছে বলেও অনুমান করছেন টেক বিশেষজ্ঞরা।
advertisement

advertisement
সোশ্যাল মিডিয়ায় OnePlus 13-এর ব্যাক সাইডের ছবি পোস্ট করেছে কোম্পানি। তাতে দেখা যাচ্ছে, ম্যাট্রিক্স বিন্যাসের ভিতর ফ্ল্যাশ সহ বৃত্তাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এর সঙ্গে ফ্ল্যাট মেটাল ফ্রেম এবং চিরাচরিত অ্যালার্ট স্লাইডার সহ হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং ‘H’-এও দেখা যাচ্ছে। OnePlus জানিয়েছে OnePlus 13 আপাতত তিনটি রঙে লঞ্চ করা হবে। সেগুলি হল অবসিডিয়ান ব্ল্যাক, ব্লু মোমেন্ট এবং হোয়াইট ডিউ মর্নিং লাইট।
advertisement
আরও পড়ুন: ৮০ শতাংশ পেট্রোল, ২০ শতাংশ ইথানল! এতে বাইক, গাড়ির ক্ষতি হবে নাকি ভাল? জেনে নিন
ক্যামেরাপ্রেমীদের জন্য সোনায় সোহাগা। OnePlus 13-এ 50MP আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স সহ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর পাশাপাশি একটি 50MP Sony LYT 808 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। সঙ্গে থাকছে 6,000mAh ব্যাটারি, যা কোম্পানির গ্লেসিয়ার ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে বাড়তি ব্যাটারি লাইফ জোগাবে। আর সফটওয়্যারের কথা বললে OnePlus 13-এই প্রথম OxygenOS 15 ব্যবহার করা হচ্ছে, যা অ্যান্ড্রয়েড ১৫-এর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ল্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে
view commentsকোম্পানির প্রধান লুইস জি জানিয়েছেন, OnePlus 13 কোম্পানির পোর্টফোলিওর সবচেয়ে শক্তিশালী এবং বহুমুখী ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। তিনি খোলাখুলি জানিয়েছেন, এতে সেকেন্ড জেনারেশনের BOE X2 ডিসপ্লে এবং নতুন হ্যাসেলব্লাড ইমেজিং টেকনোলজি সহ এমন কিছু ফিচার এবং প্রযুক্তি থাকবে, যা স্মার্টফোনের দুনিয়ায় আগে কখনও দেখা যায়নি। তবে চিনে লঞ্চ হলেও ভারতে OnePlus 13 কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। অনুমান করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ গোটা বিশ্বেই OnePlus 13 লঞ্চ হতে পারে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 23, 2024 1:49 PM IST