৮০ শতাংশ পেট্রোল, ২০ শতাংশ ইথানল! এতে বাইক, গাড়ির ক্ষতি হবে নাকি ভাল? জেনে নিন

Last Updated:

Ethanol petrol- কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের মধ্যে জ্বালানিতে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে তা রয়েছে ১৬ শতাংশে।

কলকাতা: ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র সরকার। এই লক্ষ্য পূরণ হয়ে গেলে ২০২৫ সালের পর ইথানলের মাত্রা আরও বাড়ানো নিয়ে রোডম্যাপ তৈরি করা হবে। এমনটাই জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের মধ্যে জ্বালানিতে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বর্তমানে তা রয়েছে ১৬ শতাংশে।
আরও পড়ুন- মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, কলকাতায় ট্যাক্সির ধাক্কায় মৃত্যু দুজনের
সিআইআই বায়োএনার্জি সম্মেলনে তিনি বলেন, “২০ শতাংশের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আমি চিন্তিত নই।” ২০২৫ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
advertisement
advertisement
পুরি বলেন, “আমরা ইতিমধ্যে লক্ষ্যমাত্রা বাড়ানো নিয়ে আলোচনা করছি।” আগামীদিনে দেশের বায়োফুয়েল খাতে ব্যাপক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এই নিয়ে কথাবার্তা চলছে।”
ফিডস্টকের প্রাপ্যতা এবং লক্ষ্যমাত্রা মূল্যায়নের জন্য আরও আলোচনার প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।
গত কয়েক বছরে ইথানল উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। বিনিয়োগ এসেছে। এর জন্য সরকারের পিলিসিকেই কৃতিত্ব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, একটা সময় যোগানে ব্যাপক ঘাটতি ছিল। ফলে ইথানল মিশ্রণের প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে।
advertisement
আরও পড়ুন- আরজি করের ৫১জন চিকিৎসককে বহিষ্কারে স্থগিতাদেশ,সিদ্ধান্ত নেবে রাজ্য: হাইকোর্ট
পেট্রোল চালিত যানবাহনে খুব সহজেই ১০ শতাংশ ইথানল মিশ্রণ ব্যবহার করা যায়। কিন্তু ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের জন্য সামান্য পরিবর্তনের প্রয়োজন হয়।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সরকারি তেল কোম্পানিগুলি ৪টি রাজ্যের প্রায় ৪০০ ফিলিং স্টেশনে বিশুদ্ধ ইথানল বা E100 বিক্রি শুরু করেছে।”
advertisement
তিনি জানান, এখন আরও বেশি ফিলিং পরিকাঠামো স্থাপন করাই লক্ষ্য। যাতে গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি আরও বেশি করে E85 গাড়ি উৎপাদন এবং বিক্রিতে উৎসাহ পান। E85 গাড়িতে বিশেষ জ্বালানি ব্যবহার করা হয়। এই জ্বালানিতে ৮৫ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রোল থাকে।
প্রসঙ্গত, প্রথমে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির লক্ষ্য নিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে তা ২০২৫-২৬ অর্থবর্ষে এগিয়ে আনা হয়।
advertisement
দেশের অনেক বিশেষজ্ঞ মনে করছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রির লক্ষ্য অর্জন করতে বিশেষ বেগ পেতে হবে না।
সম্প্রতি তেল বিপণন কোম্পানিগুলি ২০২৪-২৫-এর জন্য ৯১৬ কোটি লিটার ডিনেচারড অ্যানহাইড্রাস ইথানল সরবরাহের জন্য টেন্ডার আহ্বান করেছে।
দেশের বিভিন্ন নির্মাতারা ৯৭০ কোটি লিটারেরও বেশি ইথানল সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা প্রয়োজনীয় ৯১৬ কোটি লিটারের চেয়ে বেশি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৮০ শতাংশ পেট্রোল, ২০ শতাংশ ইথানল! এতে বাইক, গাড়ির ক্ষতি হবে নাকি ভাল? জেনে নিন
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement