S1 Pro Sport : ভারতের বাজারে নতুন স্পোর্টস স্কুটার! ৩২০ কিলোমিটার রেঞ্জ, দুর্দান্ত লুক
- Published by:Suman Majumder
Last Updated:
সম্প্রতি S1 Pro Sport বাজারে এনেছে Ola Electric। এভাবেই সংশ্লিষ্ট সংস্থা নিজেদের স্কুটার লাইন-আপ সম্প্রসারণ করল। আর এই স্কুটারটি মূলত স্পোর্ট-ওরিয়েন্টেড। এর প্রারম্ভিক মূল্য রাখা রয়েছে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
কলকাতা : সম্প্রতি S1 Pro Sport বাজারে এনেছে Ola Electric। এভাবেই সংশ্লিষ্ট সংস্থা নিজেদের স্কুটার লাইন-আপ সম্প্রসারণ করল। আর এই স্কুটারটি মূলত স্পোর্ট-ওরিয়েন্টেড। এর প্রারম্ভিক মূল্য রাখা রয়েছে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারটি পাওয়া যাচ্ছে 5.2kWh এবং 4kWh ব্যাটারি প্যাক অপশনে।
এটি চালিত হবে নতুন 4680 Bharat Cell দ্বারা। তবে পরের বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই ডেলিভারি শুরু হয়ে যাবে।
স্পোর্টস স্কুটার ক্যাটাগরিতে অফিসিয়াল এন্ট্রি: S1 Pro Sport-এর হাত ধরে স্পোর্টস স্কুটার ক্যাটাগরিতে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করল Ola। এর মধ্যে পারফরম্যান্স-ভিত্তিক হার্ডওয়্যার এবং আধুনিক প্রযুক্তির এক মিশেল ঘটানো হয়েছে। এই ফিচারে রয়েছে স্বতন্ত্র ডিজাইন। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কার্বন ফাইবার ফ্রন্ট মাডগার্ড ও গ্র্যাব রেলস, অ্যারো উইঙ্গস ও একটি স্কাল্পটেড উইন্ডস্ক্রিন। যা অ্যারোডায়নামিক্স এবং ডাউনফোর্স উন্নত করবে। আবার এর একটি স্কুপড রাইডার সিট এবং রেজড পিলিয়ন সেকশন এটিকে আরও রেসিয়ার প্রোফাইল প্রদান করবে। অন্যদিকে কার্বন ফাইবার ডিটেলিং এর প্রিমিয়াম পজিশনিং তুলে ধরবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ফোনের কভারে টাকা রাখেন? এখনই সতর্ক হোন! নাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন
ইন-হাউজ নির্মিত ফেরাইট মোটর: এর প্রধান অংশ হল 16kW ইন-হাউজ নির্মিত ফেরাইট মোটর। যার মধ্যে থাকবে 5.2kWh ব্যাটারি প্যাক। আর এটি ৩২০ কিলোমিটার পর্যন্ত একটি IDC রেঞ্জ প্রদান করে। S1 Pro Sport-এর ক্ষেত্রে দাবি যে, এটির সর্বোচ্চ গতি ১৫২ কেএমপিএইচ।
advertisement
এটি মাত্র ২.০ সেকেন্ডে ০-৪০ কেএমপিএইচ গতি অর্জন করতে পারে। এই পারফরম্যান্সের পরিপূরক হিসেবে এই স্কুটারে রয়েছে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল, প্রশস্ত টায়ার, রিটিউনড টেলিস্কোপিক ফর্ক এবং গ্যাস-চার্জড রিয়ার সাসপেনশন। স্টেবিলিটি, গ্রিপ এবং রাইডার কনফিডেন্স আরও উন্নত করার জন্যই এটি ডিজাইন করা হয়েছে। Rain, Urban এবং Track মোডের সঙ্গে ট্র্যাকশন কন্ট্রোল ফিচার এটিকে ইজি-টু রাইড অপশন হিসেবে তৈরি করেছে।
advertisement
দাম এবং ডেলিভারি: এতে রয়েছে ADAS ক্যাপাবিলিটি। যেমন – অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ফ্রন্ট কলিশন ওয়ার্নিং এবং লেন ডিপারচার ওয়ার্নিং। ফ্রন্ট ক্যামেরা রাইড রেকর্ডিং এবং লাইভ ভ্লগিংয়ের সুবিধাও প্রদান করে। এটি প্যাকেজে একটি অনন্য লাইফস্টাইল এলিমেন্ড যোগ করবে। Ola S1 Pro Sport-এর লঞ্চ প্রাইস রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ইতিমধ্যেই খুলে গিয়েছে প্রি-বুকিং। কাস্টোমার ডেলিভারি শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 6:08 PM IST