National Technology Day: জাতীয় প্রযুক্তি দিবস আজ! জানেন কী কেন শুরু হয়েছিল দিনটির উদযাপন ?

Last Updated:

National Technology Day: জেনে নিন পোখরান-২ পরমাণু পরীক্ষা সম্পর্কে বিশেষ কিছু তথ্য

#নয়াদিল্লি: আজ, ১১ মে জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে। প্রতি বছর ১১ মে দেশে নতুন প্রযুক্তির আবিষ্কার, তার ব্যবহারের কথা নিয়ে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়। ১৯৯৮ সালে ১১ মে তারিখেই রাজস্থানের পোখরানে সফল ভাবে পরমাণু বোমা পরীক্ষা করেছিল ভারত৷ তারপর থেকেই এই দিনটিকে জাতিয় প্রযুক্তি দিবস হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এটি ছিল ভারতের দ্বিতীয় পরমাণু পরীক্ষা৷ ইতিহাস সৃষ্টি করেছিল ভারতীয় বিজ্ঞানীরা৷ প্রথম ভারতীয় পরমাণু বোমা পরীক্ষা হয় ১৯৭৪ সালে৷ যার কোড নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’।
জেনে নিন পোখরান ২ পরমাণু পরীক্ষা সম্পর্কে রইল বিশেষ কিছু তথ্য:
১১ মে ১৯৯৮ ভারতের ইতিহাসে স্মরণীয় দিনগুলির মধ্যে একটি। পরমাণু শক্তি হিসেবে বিশ্ব দরবারে ভারত আজ যে স্থানে দাঁড়িয়ে আছে, তার সূচক হিসেবে ধরা যেতে পারে এই দিনটিকে। এই দিনই গোটা বিশ্বের নজর এড়িয়ে ভারত পরমাণু বোমার পরীক্ষা চালাতে সক্ষম হয়েছিল।
advertisement
আজ থেকে থেকে ঠিক ২২ বছর আগে, পোখরানে দ্বিতীয় পরমাণু পরীক্ষায় মোট ৫টি পরমাণু বোমা উত্‍ক্ষেপন করেছিল ভারত। তার মধ্যে আব থেকে শক্তিশালী ছিল হাইড্রোজেন বোমা। বাকিগুলো ছিল কম শক্তিশালী পরমাণু বোমা।
advertisement
পোখরানে দ্বিতীয় পরমাণু পরীক্ষার কোড নাম ছিল 'অপারেশন শক্তি'। এর থক ২ দিন পরে আরও দুটি পরমাণু বোমা পরিখা করেছিল ভারত। তারপরেই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সাংবাদিক সম্মেলনে ভারতকে পারমাণবিক রাষ্ট্র বলে ঘোষণা করেছিলেন৷
advertisement
এই পরমাণু পরীক্ষার পর বেশ কিছু আন্তর্জাতিক রাজনীতিতে প্রাধান্য পাওয়া দেশ যেমন আমেরিকা ও জাপান ভারতের বিরুদ্ধে চলে গিয়েছিল.
এ ছাড়াও ১৯৯৯ সালের এই দিনে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে হংস থ্রি (Hansa-3) নামে দুটি আসন বিশিষ্ট বিমান তৈরি করা হয় যা ট্রেনিং এর জন্য ব্যবহার করা হয়। একই দিনে স্বল্প পাল্লার মিসাইল ত্রিশুল এর সফল পরীক্ষা করা হয়।
advertisement
আজ প্রযুক্তি দিবসে ট্যুইটারে দিনটির ইতিহাস স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
প্রতি বছর এই দিনটিতে ভারতের প্রযুক্তি উন্নয়ণ বোর্ড (Technoogy Developement Board of India) প্রযুক্তিতে কৃতি বিভিন্ন মানুষদের সম্মান প্রদান করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
National Technology Day: জাতীয় প্রযুক্তি দিবস আজ! জানেন কী কেন শুরু হয়েছিল দিনটির উদযাপন ?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement