Whatsapp: WhatsApp-এর নতুন ফিচার এবার iPhone-এ: একই অ্যাকাউন্ট চালানো যাবে চারটি ডিভাইসে

Last Updated:

Whatsapp: আগে ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ফোনে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারলেও এখন তারা চারটি ফোনে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

WhatsApp-এর নতুন ফিচার এবার iPhone-এ: একই অ্যাকাউন্ট চালানো যাবে চারটি ডিভাইসে
WhatsApp-এর নতুন ফিচার এবার iPhone-এ: একই অ্যাকাউন্ট চালানো যাবে চারটি ডিভাইসে
নতুন ফিচার আনছে WhatsApp। গত মাসে, এই ফিচারটি WhatsApp অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করেছে, যেখানে ৪ জন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী একই WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। মেটা-মালিকানাধীন WhatsApp এই ফিচারের নাম দিয়েছে ‘কমপ্যানিয়ন মোড’। এবার আইফোনে এই ফিচার চালু করার কাজ চলছে।
অর্থাৎ আগে ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ফোনে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারলেও এখন তারা চারটি ফোনে WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এর জন্যে সাইন আউট করার প্রয়োজন নেই। এমনকী অন্য ফোনে WhatsApp খুললে চ্যাট ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে না। এই ফিচারে ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন। যে কোনও কর্মচারী একটি WhatsApp বিজনেস অ্যাকাউন্ট থেকে গ্রাহকদের প্রতিক্রিয়া জানাতে পারবেন।
advertisement
advertisement
চারটি আইফোনে একটাই WhatsApp অ্যাকাউন্ট:
WhatsApp-এ ‘কমপ্যানিয়ন মোড’ চালু হলে WhatsApp ব্যবহারকারীরা সিম কার্ড পরিবর্তন না করেই ৪টি ভিন্ন আইফোন থেকে একই WhatsApp অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাপ স্টোর থেকেই এই সম্পর্কে আপডেট পেয়ে যাবেন আইফোন ব্যাবহারকারীরা।
advertisement
WhatsApp-এ ‘কমপ্যানিয়ন মোড’ ফিচার চালু করার পদ্ধতি:
যেভাবে WhatsApp-কে ডেস্কটপের সঙ্গে লিঙ্ক করা হয়, সেভাবেই এখানেও কাজ করবে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে WhatsApp আপডেট করে এটি শুরু করতে পারেন। WhatsApp আপডেট হয়ে গেলে, ব্যবহারকারীরা আইফোন লিঙ্ক করতে পারবেন। লগ ইন বক্সের নীচেই থাকবে লিঙ্ক করার অপশন। সেখানে ক্লিক করতে হবে। এরপর WhatsApp একটি কিউআর কোড দেখাবে। সেটা স্ক্যান করলেই অন্য আইফোনে সেই WhatsApp অ্যাকাউন্টটা খুলে যাবে। এই প্রক্রিয়া শেষ হলে আইফোনে চ্যাট স্ক্রিন লোড হতে থাকবে। এর অর্থ লিঙ্ক সফল। এখন আইফোন ব্যবহারকারী WhatsApp অ্যাকাউন্ট থেকে সমস্ত চ্যাট পাঠাতে পারবেন।
advertisement
নিষিদ্ধ করা হবে স্প্যাম অ্যাকাউন্ট:
WhatsApp-এর এই ফিচার অজানা কলারের সংখ্যা কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে স্প্যাম অ্যাকাউন্টগুলিও মুছে ফেলা হবে। প্রসঙ্গত, WhatsApp-এর কমপ্যানিয়ন মোড ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Whatsapp: WhatsApp-এর নতুন ফিচার এবার iPhone-এ: একই অ্যাকাউন্ট চালানো যাবে চারটি ডিভাইসে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement