Smartphones: একই সঙ্গে ফ্ল্যাট আর কার্ভড স্ক্রিন? Xiaomi 14 Pro-র ফাঁস হওয়া ফিচার নিয়ে উত্তেজনা তুঙ্গে!
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Smartphones: ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi 14 Pro ফোনের সমস্ত খুঁটিনাটি।
জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi-র একটি ফোন নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। কারণ সেই ফোনের বেশ কিছু ফিচার ফাঁস হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ফ্ল্যাট এবং কার্ভড উভয় ধরনের স্ক্রিন। একই সঙ্গে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi 14 Pro ফোনের সমস্ত খুঁটিনাটি।
আরও পড়ুনঃ Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট! দাম শুনলে অবাক হতে হবে
Xiaomi 14 Pro স্মার্টফোন Xiaomi 13 Pro ফোনের উত্তরসূরি হিসেবে লঞ্চ করা হবে। Xiaomi 13 Pro ফোন লঞ্চ করার পর, চিনা স্মার্টফোন কোম্পানি আগামী মাসে Xiaomi 14 Pro লঞ্চ করতে পারে। কিন্তু, কোম্পানির তরফে এই বিষয়ে এখনও অফিসিয়ালি নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর মধ্যেই টিপস্টাররা Xiaomi 14 Pro ফোনের বেশ কিছু ফিচার প্রকাশ করেছেন। এছাড়াও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতেও এই ফোনের বেশ কিছু ফিচার ফাঁস করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 14 Pro স্মার্টফোনে ব্যবহার করা হতে পারে Pro SM8650 চিপসেট।
advertisement
advertisement
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Xiaomi 14 Pro স্মার্টফোনের ফিচার –
চিপসেট – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট।
ব্যাটারি – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৯০W/১২০W দ্রুত চার্জিং সাপোর্ট সহ ৫০০০ mAh-এর ব্যাটারি এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। এই ফোনের ফ্ল্যাট সংস্করণটি ৯০W দ্রুত চার্জ করতে সক্ষম হতে পারে এবং কার্ভড সংস্করণটি ১২০W দ্রুত চার্জ করতে সক্ষম হতে পারে।
advertisement
ডিসপ্লে – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৮ ইঞ্চির (১৭.২৭ সেমি) ডিসপ্লে।
ক্যামেরা – Xiaomi 14 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ৬৪ MP + ৬৪ MP + ৬৪ MP ক্যামেরা সেটআপ।
সেলফি ক্যামেরা – Xiaomi 14 Pro ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হতে পারে ৩২ MP ক্যামেরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 6:42 PM IST