Smartphone: Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট! দাম শুনলে অবাক হতে হবে

Last Updated:

Smartphone: Nokia ব্র্যান্ড লাইসেন্সধারী HMD Global ভারতে দু’টি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি হল Nokia 105 এবং Nokia 106 4G।

Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট!
Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট!
Nokia ব্র্যান্ড লাইসেন্সধারী HMD Global ভারতে দু’টি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি হল Nokia 105 এবং Nokia 106 4G। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই ফোনগুলিতে রয়েছে ঐতিহ্যবাহী T9 কি-প্যাড। এর মধ্যে UPI পেমেন্ট করার জন্য UPI 123PAY ফাংশনও দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক আর কী কী ফিচার রয়েছে এতে—
১৮ মে ভারতে Nokia 105 এবং Nokia 106 4G বিক্রি শুরু হয়েছে। এগুলির দাম ১,২৯৯ টাকা এবং ২,১৯৯ টাকা। Nokia 105 চারকোল, সায়ান এবং লাল—এই তিনটি রঙে পাওয়া যাবে। Nokia 106 4G পাওয়া যাবে চারকোল এবং নীল রঙের ভেরিয়েন্টে।
এই ফোনগুলির ফিচারের মধ্যে রয়েছে UPI 123PAY সাপোর্ট। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিরাপদে UPI পেমেন্ট করতে পারেন। সংস্থাটির দাবি, UPI 123PAY এর মাধ্যমে ব্যবহারকারীরা চারটি ভিন্ন প্রযুক্তির ভিত্তিতে লেনদেন করতে পারবেন।
advertisement
advertisement
IVR ভিত্তিক অর্থপ্রদান:
ব্যবহারকারীরা IVR নম্বরে কল করে লেনদেন করতে পারেন। সেক্ষেত্রে ফোন করার পর তাঁদের নির্দেশাবলী অনুসরণ করে টাকা লেনদেন করতে হবে।
অ্যাপ ভিত্তিক অর্থপ্রদান:
এছাড়া নিরাপদ লেনদেনের আরেকটি উপায় হল অ্যাপ। ব্যবহারকারীরা তাদের ফোনের অ্যাপ স্টোর থেকে UPI 123PAY অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
মিসড কল-ভিত্তিক অর্থপ্রদান:
এই পদ্ধতিতে, ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট নম্বরে একটি মিসড কল করতে হবে। তারপরে নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
advertisement
প্রক্সিমিটি সাউন্ড ভিত্তিক পেমেন্ট:
এই পদ্ধতি ব্যবহার করলে ব্যবহারকারীকে তার ফিচার ফোনটি বিক্রেতার ডিভাইসের কাছে রাখতে হবে। বিক্রেতার ডিভাইসে যদি প্রক্সিমিটি সাউন্ড ভিত্তিক পেমেন্ট করার ক্ষমতা থাকে তবে লেনদেন হবে সহজেই।
Nokia 106 4G-এর ক্ষেত্রে আরও ভাল কালার রিপ্রোডাকশন-সহ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। সেই সঙ্গে Nokia 105-এ একটি আপগ্রেড করা 1000mAh ব্যাটারি রয়েছে। Nokia 106 4G-এর ক্ষেত্রে 1450mAh ব্যাটারি রয়েছে।
advertisement
এছাড়া উভয় ক্ষেত্রেই রয়েছে তারহীন এফএম রেডিও থাকে। Nokia 106 4G-তে রয়েছে ইন-বিল্ট MP3 প্লেয়ারও।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: Nokia-র এই নতুন ফিচার ফোন থেকে করা যাবে UPI পেমেন্ট! দাম শুনলে অবাক হতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement