হোম /খবর /মোবাইল /
Samsung Galaxy A53 5G ফোনের দাম এক ধাক্কায় ৩,০০০ টাকা সস্তা, এখনই কিনে ফেলুন

Samsung Galaxy A53 5G ফোনের দাম এক ধাক্কায় ৩,০০০ টাকা সস্তা, এখনই কিনে ফেলুন

কোথায় কত দামে পাওয়া যাবে Samsung Galaxy A53 5G ফোন, মিলবে কী কী সুবিধা— এক নজরে দেখে নিন এই ফোনের সমস্ত খুঁটিনাটি

  • Last Updated :
  • Share this:

Samsung Galaxy A53 5G: নিজেদের ফোনের দাম অনেকখানি কমাল Samsung। লঞ্চ করার মাত্র কয়েক মাসের মধ্যে এ ভাবে দাম কমে যাওয়ায় ক্রেতারা আকৃষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। এ বছরের শুরুতেই ভারতে লঞ্চ করা হয়েছিল Samsung-এর নতুন ফোন Galaxy A53 5G।

গত মার্চ মাসে ভারতে লঞ্চ করার সময় এই ফোনের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। অগস্ট মাসে এসেই Samsung Galaxy A53 5G ফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। কোথায় কত দামে পাওয়া যাবে এই ফোন, মিলবে কী কী সুবিধা— এক নজরে দেখে নিন Samsung Galaxy A53 5G ফোনের সমস্ত খুঁটিনাটি।

Samsung Galaxy A53 5G ফোনের দাম -

ভারতে এখন Samsung Galaxy A53 5G ফোনের ৬ জিবি র্যাুম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে Samsung Galaxy A53 5G ফোনের ৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। সুতরাং ভারতে এখন এই ফোন পাওয়া যাচ্ছে ৩,০০০ টাকা কম দামে। এই ফোন Amazon, Flipkart, Chroma এবং Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। Samsung Galaxy A53 5G ফোন পাওয়া যাচ্ছে অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম পিচ এবং অসাম ব্লু কালারে।

আরও পড়ুন - সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন ভাবছেন? এই ব্য়াপারগুলো না দেখলে ঠকতে হবে কিন্তু

Samsung Galaxy A53 5G ফোনের ফিচার -

Android 12 এবং One UI 4.1- এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন। এতে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Exynos ১২৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাঅম যুক্ত রয়েছে। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি, যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

আরও পড়ুন - বিল পেমেন্ট করতে আর লাইনে দাঁড়াতে হবে না, ঘরে বসেই মোবাইলের মাধ্যমে বিল দিন ২ মিনিটে

Samsung Galaxy A53 5G ফোনের ক্যামেরা -

Samsung Galaxy A53 5G ফোনে রয়েছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।

Samsung Galaxy A53 5G কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস, টাইপ- সি ইউএসব পোর্ট রয়েছে। এ ছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। সুতরাং কম দামে ভারতে পাওয়া যাচ্ছে Samsung কোম্পানির একটি আধুনিক ফোন।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: SamSung, Samsung Galaxy