ভালবাসার জন্য Jio-র উপহার: এই প্ল্যানে মিলবে 12GB বিনামূল্য ডেটা, আরও অনেক কুপন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
Ixigo-এ ৪,৫০০ টাকা বা তার বেশি ফ্লাইট বুকিং-এ গ্রাহকদের ১২জিবি ৪জি ডেটা এবং ৭৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
ভ্যালেন্টাইন্স সপ্তাহ উপলক্ষে নানা রকম পণ্যে মিলেছে নানা ছাড়। মোবাইল রিচার্জের ক্ষেত্রেও রিলায়েন্স জিও কিছু নতুন অফার এনেছে। নতুন অফারের গ্রাহকরা অতিরিক্ত ডেটা যেমন পাবেন, তেমন তারই সঙ্গে থাকছে প্রিয়জনের জন্য খাবার বা উপহারের অর্ডারে ছাড়ের সুবিধাও। জেনে নেওয়া যাক রিলায়েন্স জিও-র ভ্যালেন্টাইন ডে অফার সম্পর্কে।
ভ্যালেন্টাইন্স ডে অফারের আওতায় গ্রাহকরা চারটি সুবিধা পেতে পারেন। Ixigo-এ ৪,৫০০ টাকা বা তার বেশি ফ্লাইট বুকিং-এ গ্রাহকদের ১২জিবি ৪জি ডেটা এবং ৭৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
একইভাবে, Ferns and Petals থেকে কমপক্ষে ৭৯৯ টাকার সামগ্রী কিনলে ১৫০ টাকা ছাড় পাওয়া যাবে। McDonald থেকে ১৯৯ টাকা বা তার বেশি খরচ করলে ১০৫ টাকা মূল্যের একটি বার্গার মিলবে বিনামূল্যে৷
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
১২জিবি অতিরিক্ত ৪জি ডেটা রিডিম করতে, ব্যবহারকারীদের MyJio অ্যাপের ভাউচার ট্যাবে যেতে হবে। তবে এই অতিরিক্ত ডেটা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহক শুধুমাত্র তার বর্তমান প্ল্যান অনুযায়ী বৈধতা পাবেন।
জিও গ্রাহক যদি ফ্লাইট বুকিংয়ে ৭৫০ টাকা ছাড় পেতে চান, তা হলে অ্যাপের Coupons and Winnings ট্যাবে গিয়ে এবং কুপন কোডের বিশদ বিবরণ দেখে নিতে হবে। এর পর Ixigo-এর মাধ্যমে ফ্লাইট বুক করলে পাওয়া যাবে এই বিশেষ ছাড়। একই ভাবে Ferns and Petals-এ ক্রয়ের উপর ছাড় পাওয়ার জন্যও এই ট্যাব থেকে কোড নিতে হবে।
advertisement
McDonald-এর ক্ষেত্রে জিও গ্রাহকরা ১০৫ টাকায় পাবেন ম্যাক আলু টিক্কি বা চিকেন কাবাব বার্গার। এ জন্য গ্রাহকদের ২০০ টাকা বা তার বেশি মূল্যের খাবার আগে অর্ডার করে নিতে হবে। Coupons and Winnings ট্যাব থেকেই কুপন কোড পাওয়া যাবে।
রিলায়েন্স জিও-র এই ভ্যালেন্টাইন ডে অফারটি ২৪৯ টাকা, ৮৯৯ টাকা এবং ২৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, গ্রাহকরা ১০ ফেব্রুয়ারি বা তার পরে এই প্ল্যানগুলি কিনলেই শুধুমাত্র অফারগুলির সুবিধা পাবেন৷ এছাড়াও, কুপনগুলি MyJio অ্যাপে রিচার্জ করার ৭২ ঘণ্টার মধ্যে আগামী ৩০ দিনের জন্য বৈধ হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 2:12 PM IST