ফেসবুকে ছবি দেওয়া নিয়ে নানা নিয়মকানুন মেনে চলতে হয়েছে এত দিন। বেশি খোলামেলা ছবি দিলে অনেক সময়ই তা ব্যান করা হয়েছে বা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে
তবে এই কড়াকড়িতে খানিক ছাড় পাওয়া গেল। এ বার থেকে উন্মুক্ত স্তনের ছবি পোস্ট করা যেতে পারে। এমনই সিদ্ধান্ত নিয়েছে মেটা ওভারসাইট বোর্ড
উন্মুক্ত স্তনের ছবিকে ঘিরে ফেসবুকের কড়াকড়ির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে পথে নেমেছিলেন অসংখ্য মহিলা
নারী এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে উন্মুক্ত স্তনের ছবি দেওয়ার পক্ষে সওয়াল করে ফেসবুকের নীতিতে বদল আনার পরামর্শ দেয় প্ল্যাটফর্মটির ওভারসাইট বোর্ড
এক দম্পতির অভিযোগের উপর ভিত্তি করে মেটাকে ছবি নিয়ে তাঁদের এই নীতি পরিবর্তনের পরামর্শ দেয় ওভারসাইট বোর্ড
সেই দম্পতি নিজেদের রূপান্তরকামী এবং নন-বাইনারি বলে দাবি করেছেন
তাঁরা জানান, ২০২১ এবং ২২ সালে তাঁরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজেদের উন্মুক্ত বক্ষের ছবি দিয়েছিলেন
সেগুলিতে তাঁদের স্তনবৃন্ত ছিল আবৃত। ছবিগুলির বিবরণীদের রূপান্তরকামীরা স্বাস্থ্যের যত্ন কী ভাবে নেবেন, সে বিষয়ে লিখেছিলেন তাঁরা। কিন্তু মেটার তরফ থেকে সেই পোস্টগুলি সরিয়ে দেওয়া হয়
মেটার পলিসি কী ভাবে সকলের উপর প্রভাব ফেলছে, সে বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে ওভারসাইট বোর্ড
এ বার একাংশের মানুষকে এই ধরনের ছবি পোস্ট করার অনুমতি দিতে চলেছে মেটা
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন