Online Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট! কী ভাবে টাকা পাঠাবেন, এক নজরে দেখে নিন পদ্ধতি

Last Updated:

Online Payment: অনলাইনে কেনাকাটা (Online Shopping) থেকে শুরু করে, বিভিন্ন ধরনের টাকার লেনদেন মোবাইল পেমেন্ট অ্যাপের মাধ্যমেই করা যায়।

ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট! কী ভাবে টাকা পাঠাবেন, এক নজরে দেখে নিন পদ্ধতি
ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট! কী ভাবে টাকা পাঠাবেন, এক নজরে দেখে নিন পদ্ধতি
#কলকাতা: বর্তমানে অনলাইনে পেমেন্ট (Online Payment) একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। করোনা মহামারীর ফলে এটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে, বিভিন্ন ধরনের টাকার লেনদেন মোবাইল পেমেন্ট অ্যাপের মাধ্যমেই করা যায়। ভারতে ইতিমধ্যেই নানা ধরনের মোবাইল পেমেন্ট অ্যাপ চালু হয়েছে। Google Pay, Paytm, BHIM, Apple pay, Amazon Pay এর মতো মোবাইল পেমেন্ট অ্যাপগুলো ভারতে খুবই জনপ্রিয়।
ক্য়াশলেস লেনদেনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এই সমস্ত মোবাইল পেমেন্ট অ্যাপ। ডিজিটাল ট্রানজেকশনের দিকে মানুষের উৎসাহ দিন দিন বাড়ছে। একটি মোবাইলের মাধ্যমেই বিনা ঝঞ্ঝাটে সমস্তরকম লেনদেন হয়ে যাচ্ছে খুব সহজেই। অনেক মোবাইল পেমেন্ট অ্যাপ আবার ইউজারদের নানা ধরনের অফার ও ক্যাশব্যাক এর সুবিধা দিচ্ছে। কিন্তু অনেকেই এই ধরনের মোবাইল পেমেন্ট (Online Payment) অ্যাপ ব্যাবহার করলেও, তারা হয়তো জানেনা যে ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে অনলাইন UPI পেমেন্ট করা সম্ভব, ইন্টারনেট ছাড়াই -
advertisement
স্টেপ ১ - সবার প্রথমে নিশ্চিত করা দরকার, যে নিজেদের ফোন নাম্বার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে যুক্ত করা আছে কিনা। যদি UPI রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে USSD কোডের উপয়োগ করেও তা করা যাবে।
advertisement
স্টেপ ২ - এবার সবার প্রথমেই নিজেদের ফোন থেকে *৯৯# নম্বরে কল করতে হবে।
স্টেপ ৩ - এই নাম্বারে ডায়াল করার পর অনেকগুলো বিকল্পের সঙ্গে একটি মেনু দেখতে পাওয়া যাবে। কিন্তু শুধু টাকা ট্রান্সফার করতে হলে ১ নাম্বার ক্লিক করতে হবে। এছাড়াও সেখানে অন্য অনেক অপশন দেখতে পাওয়া যাবে।
advertisement
স্টেপ ৪ - এবার যাকে টাকা পেমেন্ট (Online Payment) করতে চান, তার ফোন নম্বর দিয়ে এন্টার করতে হবে।
স্টেপ ৫ - এবার সেই মোবাইল নম্বর যেই ব্যাক্তির UPI অ্যাকাউন্টের সাথে যুক্ত, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা চলে যাবে।
স্টেপ ৬ - যতো টাকা পেমেন্ট করতে চান, সেটা লিখে সেন্ড অপশনে ক্লিক করতে হবে।
advertisement
স্টেপ ৭ - এবার লেনদেনটি পুরো করার জন্য নিজেদের UPI পিন এন্টার করতে হবে।
স্টেপ ৮ - এবার নিজেদের UPI লেনদেন ইন্টারনেট ছাড়াই সম্পন্ন হবে।
এভাবে ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Online Payment: ইন্টারনেট ছাড়াই করা যাবে অনলাইন পেমেন্ট! কী ভাবে টাকা পাঠাবেন, এক নজরে দেখে নিন পদ্ধতি
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement