উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই Oppo ভারতে লঞ্চ করেছে তাদের নতুন ফোন Oppo A16। Oppo-র এই নতুন ফোনে রয়েছে উন্নতমানের ফিচার ও টেকনোলজি। এক নজরে দেখে নেওয়া যাক Oppo-র এই নতুন ফোন Oppo A16-এ কী কী ফিচার রয়েছে।
Oppo A16 দাম - চিনের কোম্পানি Oppo তাদের নতুন ফোন ভারতের বাজারে নিয়ে এসেছে নতুন দামে। ভারতের বাজারে আগের বছরে Oppo A15 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এর জনপ্রিয়তা দেখে Oppo তাদের নতুন ফোন Oppo A16 ভারতের বাজারে লঞ্চ করেছে। সকলের কথা মাথায় রেখে তাদের বাজেটের মধ্যে Oppo A16 ফোনটির দাম ঠিক করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম প্রায় ১৩,৯৯০ টাকা।
মিডিয়া টেক হেলিও জি৩৫ চিপসেট (Media Tek Helio G35 Chipset) যুক্ত এই ফোনটি পাওয়া যাবে ৪ জিবি (GB) ও ৬৪ জিবি স্টোরেজ (Storage) সহ। Oppo A16 এই ফোনটি দু'টি কালারে (Colour) পাওয়া যাচ্ছে - ক্রিস্টাল ব্ল্যাক (Crystal Black), পার্ল ব্লু (Pearl Blue)। ভারতের বাজারে ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি যুক্ত এই ফোনটি পাওয়া যাচ্ছে Amazon-এ। Oppo A16 এই ফোনটি কেনার ক্ষেত্রে ৩ মাসের নো কস্ট ইএমআই (No Cost EMI) সুবিধা সহ ৭৫০ টাকার ছাড়ও পাওয়া যাচ্ছে।
Oppo A16 স্পেসিফিকেশন - Oppo A16 এই ফোনটি ডুয়াল সিম (Dual Sim) যুক্ত, অ্যান্ড্রয়েড ১১ বেসড (Android 11 Based) কালার্সওএস ১১.১ (ColorsOS 11.1) স্মার্টফোন। এই ফোনটি ৬.৫২ ইঞ্চির এইচডি (HD) এবং এলসিডি ডিসপ্লে (LCD Display) যুক্ত, যাতে রয়েছে আই কেয়ার মোড (Eye Care Mode)। Oppo A16 স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা (Triple Rear Camera), ১৩ মেগাপিক্সেল (Megapixel) প্রাইমারি সেন্সর (Primary Sensor), ২ মেগাপিক্সেল বোকেহ (Bokeh) সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো (Macro) সেন্সর। Oppo A16 এই ফোনটিতে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই (Dual Band Wi Fi), ৫.০ ব্লুটুথ (Bluetooth), ইউএসবি টাইপ সি পোর্ট (USB Type C Port)এবং ৩.৫ এমএম (MM) হেডফোন জ্যাক (Headphone Jack)।
ডুয়াল সিম যুক্ত Oppo-র এই নতুন Oppo A16 ফোনটিতে উন্নতমানের নানা ফিচার থাকলেও এর দাম কিন্তু খুব বেশি নয়। পুজোর মরসুমে নতুন ফোনের দিকে হাত বাড়ানোর পরিকল্পনা থাকলে এর কথা ভেবে দেখা যেতে পারে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: OPPO