• Home
 • »
 • News
 • »
 • technology
 • »
 • নোকিয়ার সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড ফোন এ বার ভারতে, জেনে নিন কত দাম

নোকিয়ার সবচেয়ে সস্তা অ্যান্ড্রয়েড ফোন এ বার ভারতে, জেনে নিন কত দাম

Photo: Nokia 1

Photo: Nokia 1

অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশন) ভার্সনে এ বার বাজারে এল নোকিয়ার সবচেয়ে সস্তা ফোন ৷ নোকিয়ার নতুন এই মডেলটির নাম নোকিয়া ১ ৷

 • Share this:

  #কলকাতা: অ্যান্ড্রয়েড ওরিও (গো এডিশন) ভার্সনে এ বার বাজারে এল নোকিয়ার সবচেয়ে সস্তা ফোন ৷ নোকিয়ার নতুন এই মডেলটির নাম নোকিয়া ১ ৷ আগামীকাল ভারতে লঞ্চ করবে এই ফোন ৷ রিলায়্যান্স জিও-র সঙ্গে আকর্ষণীয় অফারে পাওয়া যাবে এই ফোন ৷ দেখে নেওয়া যাক, কী কী ফিচার্স থাকছে এই ফোনে ৷

  আরও পড়ুন: ভারতে আজই লঞ্চ হচ্ছে Oppo F7, জেনে নিন দাম ও ফিচার

  • ৪.৫ ইঞ্চি ৮৫৪x৪৮০ রেসলিউশনের আইপিএস ডিসপ্লে রয়েছে এই ফোনে ৷ • মিডিয়া টেক ৬৭৩৭ প্রসেসর রয়েছে এতে ৷ • ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে নোকিয়া ১-এ ৷ • এলইডি ফ্ল্যাশ-সহ ৫ এমপি ব্যাক ও ২ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ • ভারতে এই ফোনের দাম পড়বে ৫৪৯৯ টাকা ৷ • রিলায়্যান্স জিও-র সঙ্গে নিলে এই ফোনের ওপেনিং প্রাইজের সঙ্গে থাকছে ২২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার ৷ • শুধু তাই নয়, পাওয়া যাবে ৬০ জিবি ডেটাও ৷

  আরও পড়ুন: ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসছে ওয়ানপ্লাস 6, দাম কত?

  First published: