ভারতে আজই লঞ্চ হচ্ছে Oppo F7, জেনে নিন দাম ও ফিচার

Last Updated:
#কলকাতা: এখন স্মার্ট ফোনে উন্নততর ক্যামেরা থাকা ভীষণ গুরুত্বপূর্ণ । ঠিকঠাক সেলফি না উঠলেই মুখ ভার । এই সমস্ত কথা মাথায় রেখেই ভারতের বাজারে আসতে চলেছে Oppo F7 । আজ সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Oppo F7-এর । আসুন জেনে নেওয়া যাক এই স্মার্ট ফোনের আকর্ষণীয ফিচারগুলি কী কী । ভারতে এই ফোনের দামই বা কত?
প্রস্তুতকারীরা জানাচ্ছেন এই ফোনের সব চাইতে তাজ্জব করার বিষয়টি হল ফ্রন্ট ক্যামেরা ।
এই ফোনে রয়েছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৷
advertisement
• এতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)৷ এর বিউটি রেকগনিশন টেকনোলজি সেলফিকে আরও আকর্ষণীয় করবে৷ এর প্রযুক্তি অতিমাত্রায় আধুনিক ৷
advertisement
এআই বিউটি ২.০৷ এছাড়াও থেকছে সেন্সর হাই ডায়নামিক রেঞ্জ টেকনোলজি ৷
এ ছাড়া কভার শট ও এআর স্টিকার৷ শুধু সেলফিই নয়৷ ছবি যাতে আরও ন্যাচারাল দেখায়, তার জন্যও এই ফোনে থাকবে বিশেষ ব্যবস্থা ৷
২৫ মেগাপিক্সেল এআই বিউটি ফ্রন্ট ক্যামেরা ও সেন্সর এচইডিআর টেকনোলজির কারণে সূর্যের আলোয় ও ছায়ায় ছবি তোলা সম্ভব হবে৷ পিক্সেলের কনট্রাস্ট ও কালার রেঞ্জ এখানে আরও ভালো ও উজ্জ্বল ৷ এই ফিচার ওপ্পো এফ ৭ফোনে ডিফল্ট৷ এই ফিচারের সাহায্যে স্টিল ফোটোর পাশাপাশি ভিডিও-ও তোলা যাবে ৷
advertisement
Oppo F7-এ রয়েছে আরও ফিচার৷ মুখ, স্থান ও সেন্সের উপর ভিত্তি করে ছবি তুলতে সক্ষম এই ফোন ৷
এ ছাড়াও রয়েছে একাধিক ট্যাগ ও এডিটিং টুল৷ এর অ্যালবামে ‘মোমেন্টস’ বলে একটি ফিচার থাকছে৷ তার সাহায্যে পুরোনো ছবি খুব সহজে ফের দেখতে পাওয়া যাবে ৷
advertisement
এই ফোনে থাকছে ৬৪-বিট ৪জিবি অকটা-ক্রোর প্রসেসর (১২৮জিবি ভার্শনের জন্য ৬জিবি)৷ এর ব্যাটারি ক্ষমতা ও ওপ্পো -র আগের ফোন গুলির তুলনায় উন্নত ৷ দাবি করা হচ্ছে ফোনটি একবার পুরোপুরি চার্জ করলে, প্রায ১৫ ঘণ্টা চলবে ।
ফোনটির ডিসপ্লে ৬.২ ইঞ্চি । যা কিনা পুরোটাই এইচডি ।
advertisement
Oppo F7-এর ব্যাক ক্যামেরাটি ১৬ মেগা পিক্সেলের ।
ভারতের বাজারে এই ফোনটির দাম ২৫ হাজার টাকা হতে চলছে বলে খবর ।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে আজই লঞ্চ হচ্ছে Oppo F7, জেনে নিন দাম ও ফিচার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement