হোম /খবর /মোবাইল /
দারুণ ফিচার, দুর্দান্ত ক্যামেরা, বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে মোটোরোলা

Motorola 200 Megapixel Camera: দারুণ ফিচার, দুর্দান্ত ক্যামেরা, বাজার কাঁপানো ফোন নিয়ে আসছে মোটোরোলা

প্রতীকী ছবি ৷

প্রতীকী ছবি ৷

Motorola 200 Megapixel Camera: ভিডিও কোয়ালিটি অনবদ্য, মনের মত অডিও সব মিলিয়ে এক অনবদ্য অনুভূতি হতে চলেছে সাধারণ মানুষের

  • Last Updated :
  • Share this:

স্মার্টফোনের বাজারে প্রতিদিনই প্রযুক্তি কতই না অ্যাডভান্সড বা এগিয়ে যাচ্ছে ৷ এই সময়ে স্মার্টফোনের বাজারে ১০০ মেগা পিক্সল ক্যামেরার সংখ্যা প্রচুর রয়েছে ৷ বেশি মেগাপিক্সল থাকা মানেই এটা নয় যে ছবির গুণগত মান অত্যন্ত ভাল হবে ৷ ফোন প্রস্তুতকারী সংস্থাও সব সময়েই নজর দিচ্ছে কোনও ফোনের গুণগত মান কতখানি ভাল হতে পারে? সম্প্রতি একটি রিপোর্টে জানতে পারা গিয়েছে আগামী ৬ মাসে মোটোরোলা ২০০ মেগা পিক্সল ক্যামেরা নিয়ে বাজারে আসতে পারে ৷

এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্য ৷ টিপস্চার আইস ইউনিভার্স সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে তাতে জানতে পারা গিয়েছে মোটোরোলাই প্রথম সংস্থা যারা ২০০ মেগাপিক্সল ক্যামেরা বাজারে নিয়ে আসছে ৷ আগামী বছরের মাঝামাঝি করে যেকোনও সময়েই এই ফোন বাজারে আসতে পারে ৷ মোটোরোলা, শাওমি তারপরে স্যামসং ২০০ পিক্ল ক্যামেরা নিয়েই ২০২৩-এর মধ্যে বাজারে আসছে ৷

আরও পড়ুন: Reliance Jio Unlimited Plans Revised: পয়লা ডিসেম্বর থেকে দাম বাড়ছে জিও প্রি-পেড প্ল্যান-এর

আশা করা হচ্ছে যে মোটোরোলার ২০০ মেগাপিক্সল ক্যামেরায় স্যামসং-এর লেন্স থাকতে পারে ৷ দক্ষিণ কোরিয়ার এই সংস্থা বছরের গোড়ার দিকেই ২০০ মেগাপিক্সল ক্যামেরার আবরণ উন্মোচিত হয়েছে ৷ যা ISOCELL HP1 নামে পরিচিত ৷ ISOCELL HP1-এ ২০০ মেগাপিক্সল ক্যামেরা বেজিলিউশন 1/1.22-ইঞ্চি সেন্সর ০.৬৪ μm পিক্সলের মূল আকার ৷ কম আলোতেও বেশি আলোর সেন্সরিটি থাকবে ৷ এই স্মার্টফোন 2×2 ও 4×4 পিক্সল ইউনিং মোড সাপোর্ট করবে ৷ ISOCELL HP1-এর একটি ডায়নামিক রেঞ্জের ফোন পাওয়া যাবে ৷ 30fps এ 8K ভিডিও সাপোর্ট করবে ৷

আরও পড়ুন:  Royal Enfield Scram 411: যে কোনও ভাঙাচোরা রাস্তায় চলবে গড়গড়িয়ে, Royal Enfield আনছে সস্তার অফ-রোডার

120fps ফ্রেম রেটে 4K ভিডিও রেকর্ড করা যাবে ৷ আশা করা যাচ্ছে এই ফোন ২০২২ সালের জুন-জুলাই মাসে বাজারে আসবে ৷ সূত্রের খবর আগামী মাসে Moto G51-কে ভারতে লঞ্চ করা হবে ৷ এই ফোন আগে ইউরোপে লঞ্চ করা হয়েছে ৷

Published by:Arjun Neogi
First published: