Royal Enfield Scram 411: যে কোনও ভাঙাচোরা রাস্তায় চলবে গড়গড়িয়ে, Royal Enfield আনছে সস্তার অফ-রোডার

Last Updated:

Royal Enfield Scram 411: রয়্যাল এনফিল্ড-এর এই মোটরবাইক নিয়ে আপনি অনায়াসে পাহাড়, জঙ্গলের দুর্গম রাস্তা চষে ফেলতে পারবেন।

#নয়াদিল্লি: Royal Enfield খুব শীঘ্রই ভারতে বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। তবে তার মধ্যে একটিও এই বছর লঞ্চ করা হবে না। কোম্পানির আসন্ন বাইক, যেটি অনেক দিন ধরেই খবরে রয়েছে, সেটি হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো দেখতে একটি সংস্করণ। হিন্দুস্তান টাইমস অটো-র একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মোটরসাইকেল ভারতীয় বাজারে ২০২২ সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। নতুন মোটরসাইকেলটির নাম হবে Scram 411। তবে এই মডেলের ব্যাপারে বেশি তথ্য এখনও পাওয়া যায়নি।
রয়্যাল এনফিল্ড হিমালয়ানের মতো দেখতে Scram 411-
Royal Enfield ২০২২ সালে Scram 411 মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে। বাইকটির স্টাইলিং এবং ডিজাইনের ব্যাপারে ইতিমধ্যেই ইন্টারনেটে অনেক কিছুই প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে এই মডেল বর্তমান রয়্যাল এনফিল্ড হিমালয়ানের মতোই হবে। যদিও হিমালয়ান একটি সম্পূর্ণ অফ-রোড মোটরসাইকেল। Scram 411 অফ-রোডিংয়ের পাশাপাশি সিটি রাইড-এর জন্যও একইভাবে ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
দাম রাখা হবে বেশ আকর্ষণীয়-
নতুন Scrum 411 রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে সস্তা হবে। হিমালয়ানের সামনের অংশে একটি দীর্ঘ উইন্ডস্ক্রিন থাকে। এছাড়া স্প্লিট সিট, লাগেজ রাখার জায়গা, সামনে বড় চাকা থাকে। অ্যাডভেঞ্চার বাইক হিসাবে ভারতের বাজারে হিমালয়ানের বেশ নামডাক রয়েছে। এদিকে Scram 411-এ তুলনামূলক ছোট চাকা, সিঙ্গেল পিস সিট, ছোট সাসপেনশন ট্র্যাভেল এবং পিছনে একটি গ্র্যাব রেল দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন- ৬০ হাজার টাকায় স্কুটার! ভারতের বাজারে একাই রাজত্ব করতে আসছে Oppo
নতুন এই মডেলে LS410,সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC ইঞ্জিন থাকবে। 411 cc-র এই মডেলের দাম হবে হিমালয়ানের থেকে অনেকটাই কম। এই বাইকের দাম রাখা হতে পারে ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ চার হাজার টাকার মধ্যে। অর্থাত্ নতুন এই মডেলের দাম রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে অনেকটাই কম হতে পারে। ফলে এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে অফ রোডার। যা নিয়ে আপনি পাহাড়, জঙ্গল চষে ফেলতে পারবেন অনায়াসে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Royal Enfield Scram 411: যে কোনও ভাঙাচোরা রাস্তায় চলবে গড়গড়িয়ে, Royal Enfield আনছে সস্তার অফ-রোডার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement