Ways to find lost phone : এক ক্লিকেই হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেবে Google-এর Find My Device ফিচার!

Last Updated:

আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ব্যবহার করি, তা হলে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে কোনও অসুবিধাই হবে না।

#কলকাতা: আজকাল মুঠোফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। তার উপর লকডাউনের মধ্যে তো ঘরবন্দি জীবনে ফোনই ভরসা। কারণ অফিসের কাজ থেকে অনলাইনে ব্যবসা- এখন এক ক্লিকেই হয়ে যায়। কিন্তু অনেক সময় ফোন হারিয়ে যেতে পারে অথবা চুরিও হয়ে যেতে পারে। তবে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোন (Android Phone) ব্যবহার করি, তা হলে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেতে কোনও অসুবিধাই হবে না। ‘ফাইন্ড মাই ডিভাইজ’ (Find My Device) ফিচারের মাধ্যমে সহজেই ফোন খুঁজে বার করা যাবে। তার জন্য দু'টো বিষয় অন করা থাকতে হবে। সেগুলি হল- ফাইন্ড মাই ডিভাইজ এবং Google-এর লোকেশন সার্ভিস। তবে ফোন যদি অন থাকে এবং Google-এর অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তবেই তা ট্র্যাক করা সম্ভব। আবার অনেক অ্যান্ড্রয়েড মোবাইলে এই ধরনের অন্য অ্যাপও থাকে। যেমন- Samsung ফোনেই রয়েছে ‘ফাইন্ড মাই মোবাইল’ অ্যাপ।
Google-এর ফাইন্ড মাই ডিভাইজ অন করার উপায়:
প্রথম ধাপ: সবার আগে সেটিংস খুলতে হবে। তার পর সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।
advertisement
দ্বিতীয় ধাপ: এখানে ফাইন্ড মাই ডিভাইজ অপশনটা খুঁজে বার করতে হবে। যদি দেখা যায়, এই অ্যাপটি লিস্টেড রয়েছে, অথচ বন্ধ, তখন সে ক্ষেত্রে সেটি অন করে নিতে হবে। আবার ধরা যাক, লোকেশন ট্র্যাক করার অন্য কোনও অ্যাপ আছে, কিন্তু সেখানে Google-এর ফাইন্ড মাই ডিভাইজ-ই ব্যবহার করতে চাইছি আমরা। সে ক্ষেত্রে Play Store-এ গিয়ে ওই অ্যাপ নামিয়ে নিতে হবে।
advertisement
প্রথম ধাপ: ফোনের সেটিংস-এ গিয়ে লোকেশন অপশন খুঁজে বার করতে হবে, হেডারের নিচের ডান দিকে লক্ষ করলে বোঝা যাবে যে, এটা অন না অফ রয়েছে।
advertisement
দ্বিতীয় ধাপ: অন থাকলে অসুবিধা নেই, আর অন না-থাকলে লোকেশন-এ ক্লিক করে অন করে দিতে হবে।
যদি অ্যান্ড্রয়েডেই Google-এর ফাইন্ড মাই ডিভাইজ থাকে, তা হলে হারানো ফোন ট্র্যাক করার উপায়:
প্রথম ধাপ: গুগলের সার্চ পেজে চলে যেতে হবে এবং টাইপ করতে হবে Find my device।
দ্বিতীয় ধাপ: এটা প্রথম বার ব্যবহার করলে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ লোকেশন ডেটা ব্যবহার করতে Google-কে পারমিশন দিতে হবে। যাতে হারানো ডিভাইজ ট্র্যাক করা যায়।
advertisement
তৃতীয় ধাপ: লিঙ্কে ক্লিক করলে সরাসরি ‘ফাইন্ড মাই ডিভাইজ’ পেজ-এ চলে যাওয়া যাবে। ফোনের নাম, শেষ কখন ব্যবহার হয়েছে, কোন ওয়াইফাই নেটওয়ার্ক ডিভাইজে ব্যবহার করা হচ্ছে এবং ফোনটিতে কতটা চার্জ রয়েছে- এই সমস্ত তথ্যই ওই পেজে পাওয়া যাবে।
advertisement
চতুর্থ ধাপ: গুগল ম্যাপ ফোনের শেষ লোকেশন দেখিয়ে দেবে।
মনে রাখা জরুরি- ওই পেজ থেকে আমরা সঙ্গে সঙ্গে নিজের ফোন বাজাতেও পারব।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ways to find lost phone : এক ক্লিকেই হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেবে Google-এর Find My Device ফিচার!
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement