চিনের বাজার থেকে কি গায়েব হচ্ছে HTC-এর মোবাইল
Last Updated:
চিনের দুটি বৃহৎ অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে ফোনের বিক্রি বন্ধ রেখেছে HTC। এর থেকে ধারণা করা হচ্ছে যে তাইওয়ানিজ কোম্পানিটি চিন থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
চিনের বিখ্যাত ইকমার্স ওয়েবসাইট জিংডং ও টিমলে ফোন বিক্রি বন্ধের ব্যাপারটি স্বীকার করেছে HTC। তবে রিটেইল শপগুলোতে এখনো ফোন বিক্রি করছে প্রতিষ্ঠানটি। HTC-র অফিশিয়াল মল ও HTC VIVE ফ্ল্যাগশিপ স্টোরে ফোন ও অ্যাক্সেসরিজ বিক্রি করা হচ্ছে। তবে সেখানে ২০১৭ সালের মডেল HTC U11 আর HTC U11+ এর মজুদ নেই।
আপাতত এইচটিসি খুবই কঠিন সময় পার করছে। কোম্পানিটি ২০১৮ সালে সর্বকালের সর্বনিম্ন আয় করে। শুধু তাই নয়, গত বছর জুনের পর ভারতের বাজারেও তারা নতুন কোনো ফোন ছাড়েনি। এমনকি যুক্তরাষ্ট্রেও তারা খুব সীমিত আকারে বাজার দখল করতে পেরেছে।
advertisement
advertisement
শোনা গেছিল যে গুগল কিনে নিতে চলেছিল HTC-কে, কিন্তু গুগল কিনতে পেরেছিল শুধুমাত্র HTC's Pixel টিমটিকে 1.1 বিলিয়ান ডলার দিয়ে। এই ডিল অনুযায়ী HTC-র ২০০০টি ইঞ্জিনিয়াররা গুগলে চলে গেছিল।
সার্বিক অবস্থা বিবেচনা করে তাই ধারণা করা হচ্ছে, এইচটিসি চিন থেকে ধীরে ধীরে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতেই অনলাইনে ফোন বিক্রি বন্ধ করেছে।
Location :
First Published :
May 12, 2019 8:51 PM IST