Best Ways to Reduce Data Usage on Mobile: শেষ হয়ে যাচ্ছে দেখতে না দেখতেই? জেনে নিন ইন্টারনেট ডেটা বাঁচানোর উপায়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tips and tricks to save mobile internet data | এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেটের ডেটা বাঁচানোর কয়েকটি উপায়!
Best Ways to Reduce Data Usage on Mobile: বর্তমানে স্মার্টফোন সকলেরই কাছেই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোন কাজের ক্ষেত্রে এখন প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন। কারণ এখন সব কাজই করা সম্ভব ফোনের মাধ্যমে। লকডাউনের ফলে ফোনের ব্যবহার আরও বেড়ে গিয়েছে। কিন্তু এর ফলে ফোনের পিছনে খরচাও বেড়ে গিয়েছে। কারণ ইন্টারনেট ছাড়া ফোন অচল। আর সবসময় ইন্টারনেট চালু রাখার ফলে দ্রুত ডেটা শেষ হয়ে যাচ্ছে। এর ফলে আবার রিচার্জ করতে হচ্ছে। এর জন্য সকলেই চায় নিজেদের ইন্টারনেট ডেটা বাঁচিয়ে রাখতে।
বাজারে বিভিন্ন ধরনের মোবাইল ডেটা প্ল্যান রয়েছে। কিন্তু, সমস্ত প্ল্যানেই একটি নির্দিষ্ট হারে মোবাইল ডেটা ব্যবহারের সুযোগ দেওয়া হয়। এর ফলে সেই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কম হয়ে যায়। প্রতিদিন নির্দিষ্ট হারে ডেটা লিমিট থাকে। সেই ডেটা লিমিট শেষ হয়ে গেলেই ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হয়। এছাড়াও এমন অনেক প্ল্যান রয়েছে যেখানে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। কিন্তু সময়ের আগে সেটি শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হয়। এর ফলে প্রতিদিনের ডেটা বাঁচানো প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক ইন্টারনেটের ডেটা বাঁচানোর কয়েকটি উপায় -
advertisement
আরও পড়ুন - অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
ইন্টারনেট ডেটা বাঁচানোর উপায় -
advertisement
স্টেপ ১ - এর জন্য প্রথমেই নিজেদের ফোনের সেটিং অপশনে যেতে হবে।
স্টেপ ২ - এরপর সিম কার্ড এবং মোবাইল ডেটা অপশনে যেতে হবে।
advertisement
স্টেপ ৩ - এরপর সেখানে অনেক অপশন পাওয়া যাবে। সেখান থেকে ডেটা ইউসেজ অপশনে যেতে হবে।
স্টেপ ৪ - এরপর মোবাইল ডেটা লিমিট অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন - Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ! জানুন এবার কী করবেন
স্টেপ ৫ - এরপর প্রতিদিন কতটা এমবি অথবা জিবি ডেটা খরচ করা দরকার সেটা সিলেক্ট করতে হবে।
advertisement
স্টেপ ৬ - এটা করলেই নিজেদের ডেলি ডেটা লিমিট সেট হয়ে হয়ে যাবে। এরপর লিমিট যুক্ত ডেটা ব্যবহার করার পরে নেট বন্ধ হয়ে যাবে। কিন্তু এই লিমিট পরিবর্তনও করা যাবে।
এই পদ্ধতিতেও কম খরচ হবে ডেটা -
মোবাইল ডেটা ব্যবহার করার সময় নজর দিতে হবে যে, কয়েকটি অ্যাপের ব্যবহার যেন কম হয়। সেই সমস্ত অ্যাপ কম ব্যবহার করতে হবে যেখানে বেশি ডেটা খরচ হয়। মনে রাখা দরকার- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও দেখার ক্ষেত্রে বেশি ডেটা খরচ হয়।
Location :
First Published :
May 14, 2022 12:56 PM IST