Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ, এক নজরে দেখে নিন কোন কোন ফোনে রয়েছে ইন-বিল্ট কল রেকর্ডার

Last Updated:

Google: ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই Google সমস্ত ধরনের কল রেকর্ডিং অ্যাপ বন্ধ করে দিতে চলেছে বলে দাবি করেছে

#নয়াদিল্লি: ১১ মে ২০২২ থেকে Google বন্ধ করে দিতে চলেছে সমস্ত কল রেকর্ডিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থেই Google সমস্ত ধরনের কল রেকর্ডিং অ্যাপ বন্ধ করে দিতে চলেছে বলে দাবি করেছে। এই পরিবর্তনের ফলে অ্যাপ ডেভলপিং কোম্পানিগুলি আর কল রেকর্ডিংয় অ্যাপের মাধ্যমে ইউজারদের API অ্যাকসেস করতে পারবে না। অ্যান্ড্রয়েড ফোনে এই API-এর মাধ্যমেই কল রেকর্ডিং অ্যাপ কাজ করে। কিন্তু Google এই রেকর্ডিং অ্যাপ বন্ধ করে দিলেও, অ্যান্ড্রয়েড ব্যবহারকারী কোটি কোটি মানুষ ফোন কল রেকর্ড করে রাখার সুবিধা ভোগ করতে পারবেন। বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে থাকে ভয়েস কল রেকর্ডিং করে রাখার ইন-বিল্ট ফিচার। সেগুলিতে Google-এর হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই। সুতরাং Google এই ধরনের কল রেকর্ডিং অ্যাপ বন্ধ করে দিলেও, ইউজাররা কল রেকর্ডিং ফিচার ব্যবহার করতে পারবেন। যাঁদের ফোনে ইন-বিল্ট এই ফিচার নেই, তাঁরা আর তা ব্যবহার করতে পারবেন না। এক নজরে দেখে নিন কোন কোন ফোনে ইন বিল্ট ফিচার হিসাবে কল রেকর্ডিং রয়েছে।
Xiaomi/ Redmi/ Mi -
এই তিনটি ব্র্যান্ডের ফোনে ইন বিল্ট ফিচার হিসাবে কল রেকর্ডিং রয়েছে। এর ফলে এই ধরনের ফোনে আলাদা করে কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। এর মাধ্যমে ইউজাররা ফোন করার সময় কল রেকর্ডিং অপশনে ক্লিক করলেই কল রেকর্ডিং করা যাবে। এরপর সেই কল রেকর্ডিংয়ের ফাইল সেভ হয়ে যাবে ফোনের ডিভাইসে ফোল্ডার হিসাবে। তিনটি ফোনেই একই পদ্ধতিতে ব্যবহার করা যাবে কল রেকর্ডিং ফিচার।
advertisement
Samsung -
Samsung ফোনে ইন হাউজ ওয়ান ইউআই (OneUI) ইন্টারফেস রয়েছে, যা Xiaomi ফোনেও রয়েছে। কিন্তু, এটি স্টক অ্যান্ড্রয়েড ভার্সনে উপলব্ধ নয়। Samsung Galaxy ফোনে টুল হিসাবে রয়েছে কল রেকর্ডিং। কিন্তু এই অপশন রয়েছে ডিফল্ট হিসাবে। এটি অ্যাপ হিসাবে নিজেদের ফোনে দেখতে চাইলে ফোনের সেটিংয়ে গিয়ে কল রেকর্ডিং সার্চ করে সেটি এনাবেল করতে হবে।
advertisement
advertisement
Oppo -
Oppo কোম্পানি তাদের বেশিরভাগ ফোনে ব্যবহার করে কালারওএস (ColorOS) ভার্সন। কোম্পানি কল রেকর্ডিং ফিচারকে মেন কলিং অ্যাপ হিসাবে নিয়ে আসার জন্য কাজ করছে। এই অ্যাপ মাইক্রোফোনের অ্যাকসেসের মাধ্যমে অডিও রেকর্ড করবে। এ ছাড়াও মিডিয়া অ্যাকসেসের মাধ্যমে ফোনের ডিভাইসে ফাইল হিসাবে সেটি স্টোর করবে।
Poco -
Poco তাদের ফোনে এমআইইউআই (MIUI) ভার্সন ব্যবহার করে। এই ফোনে কল রেকর্ডিং অপশন ইন বিল্ট রয়েছে।
advertisement
OnePlus -
OnePlus তাদের ফোনে ব্যবহার করে অক্সিজেনওএস (OxygenOS) সফটওয়্যার। এই ফোনে কল রেকর্ডিং অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করেই কল রেকর্ড করা যাবে।
Realme -
Realme তাদের ফোনে রিয়েলমিইউআই (RealmeUI) ভার্সন ব্যবহার করে। এই ফোনে ইউজাররা নিজেদের পছন্দ মতো কল রেকর্ডিং ফিচার এনাবেল এবং ডিসেবেল করতে পারে।
Vivo -
Vivo তাদের ফোনে ব্যবহার করে ফানটাচওএস (Futouch OS) ভার্সন। এর ফলে ফোন করার সময় ব্যবহার করা যায় কল রেকর্ডিং ফিচার।
advertisement
Techno -
Techno তাদের ফোনে ব্যবহার করে ভিন্ন অ্যান্ড্রয়েড ইন্টারফেস। এর ফলে এই ফোনে কল রেকর্ডিং অপশন ম্যানুয়ালি এনাবেল করা যায় আবার অটোমেটিকালি সেট করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google বন্ধ করে দিচ্ছে কল রেকর্ডিং অ্যাপ, এক নজরে দেখে নিন কোন কোন ফোনে রয়েছে ইন-বিল্ট কল রেকর্ডার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement