এবার থেকে ভিডিও এডিট করার জন্য ব্যবহার করতে পারবেন Meta AI! তা-ও বিনামূল্যে? জেনে নিন বিশদে
- Published by:Ankita Tripathi
Last Updated:
সম্প্রতি Meta AI-এর ফিচারে এক নয়া সংযোজন হয়েছে। আর সেটা হল তাদের প্রথম ভিডিও এডিটিংয়ের বিকল্প। অন্যান্য AI টুলের মতোই এক্ষেত্রে ব্যবহারকারী কোনও নির্দেশ দিলে প্রযুক্তি অনায়াসে সেই কাজ করে দেবে।
ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে Meta AI। ফলে পাল্লা দিয়ে বাড়ছে এর ফিচারের বহরও। সম্প্রতি Meta AI-এর ফিচারে এক নয়া সংযোজন হয়েছে। আর সেটা হল তাদের প্রথম ভিডিও এডিটিংয়ের বিকল্প। অন্যান্য AI টুলের মতোই এক্ষেত্রে ব্যবহারকারী কোনও নির্দেশ দিলে প্রযুক্তি অনায়াসে সেই কাজ করে দেবে।
Meta AI-এ ইতিমধ্যেই এই নয়া ফিচারের রোল-আউট শুরু হয়েছে। মূলত সংস্থার এটাই লক্ষ্য যে, এই ফিচার ট্রাই করার জন্য অনন্য ব্যবহারকারী পাওয়া যাবে। ইতিমধ্যেই অবশ্য এই ফিচার পাওয়া যাচ্ছে WhatsApp-এ। আপাতত কিছু বাছাই করা অঞ্চলেক ক্ষেত্রে নতুন টুল অফার করছে Meta AI। তবে ধীরে ধীরে আরও ব্যবহারকারীরা এর সুবিধা নিতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
Meta AI-এ GenAI ভিডিও এডিটিং
Meta জানিয়েছে যে, Meta AI ওয়েবসাইট এবং সম্প্রতি চালু হওয়া Edits অ্যাপ ভিডিও এডিটিং টুল পাওয়া যাচ্ছে। কোম্পানিটি ভিডিও এডিটিয়ের জন্য AI প্রম্পটের একটি প্রিসেট তৈরি করেছে, যা ইনস্টাগ্রাম বা ফেসবুকে শেয়ার করার আগে পোশাক, অবস্থান এমনকী আলো পরিবর্তন করার জন্য ব্যবহার করা যেতে পারে। Meta-র মূল উদ্দেশ্য হল, ভিডিও এডিটিং করার জন্য ব্যবহারকারীদের নিজস্ব টেক্সট প্রম্পট ব্যবহার করার অনুমতি দেওয়া, যা এআই মডেলের ক্ষমতা বৃদ্ধি করে এবং এটি এই বছরের শেষের দিকে চালু হতে চলেছে।
advertisement
AI Video Editing Tool কীভাবে কাজ করবে
১. Meta AI অ্যাপ, ওয়েবসাইট অথবা Edits অ্যাপে একটি ভিডিও আপলোড করতে হবে ব্যবহারকারীকে।
২. বিনামূল্যে ১০ সেকেন্ডের একটি ভিডিও এডিট করার জন্য প্রিসেট ৫০ প্রম্পটের যে কোনওটা ব্যবহার করা যেতে পারে।
advertisement
৩. Meta AI ভিডিওটিকে একটি গ্রাফিক নভেল অথবা কমিক বুক ইলাস্ট্রেশনে এডিট করতে পারে।
৪. ব্যবহারকারী নিজের ভিডিওটিকে ভিডিও গেমে রূপান্তর করার জন্য AI ব্যবহার করতে পারেন।
কিন্তু Meta AI কেন এই ফিচারটি চালু করল? একটি পোস্টে Meta ব্যাখ্যা করে জানিয়েছে যে, আমরা এই ফিচারটি তৈরি করেছি, যাতে সবাই সৃজনশীল ভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন এবং নিজেদের বন্ধু, পরিবার ও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করার জন্য মজাদার, আকর্ষণীয় ভিডিও তৈরি করতে পারেন। তবে AI এডিটিং টুল খুবই সীমিত। অ্যাপ এবং ওয়েবসাইটে যোগ হওয়া এই ফিচারটি এখন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজাররাই ব্যবহার করতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 8:54 PM IST