Air India Plane Crash: এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা, ব্যাকপ্যাক তৈরি...‘ক'টা দিন থেকে যা না বাবা’! মায়ের চোখের জলই কীভাবে বাঁচিয়ে দিল গুজরাতের যুবকের প্রাণ?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Air India Plane Crash: ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১
গুজরাত: বৃহস্পতিবার দুপুর। ২৪২ জনকে নিয়ে আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়া ১৭১। একজন ছাড়া, প্লেনের যাত্রী-সহ ক্রু কেউ বাঁচেননি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৯ জন। কিন্তু অভিশপ্ত ওই প্লেনেরই যাত্রী সওয়ার হওয়ার কথা ছিল ইয়ামন ব্যাসের। কিন্তু মায়ের ‘মনের কু-ডাক’ই বাঁচিয়ে দিল প্রাণ।
ইউকেতে কর্মরত গুজরাতের ভাদোদরার ইয়ামন ব্যাস। দু বছর পর বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবারই ফিরে যাবেন ভেবেছিলেন বাড়ি থেকে। সেই দুর্ভাগ্যজনক দিনে লন্ডনে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতও ছিলেন। ব্যাকপ্যাকও তৈরি। এই ফ্লাইটেই লন্ডন ফেরত যাওয়ার কথা। টিকিটও কাটা হয়ে গিয়েছিল।
advertisement
advertisement
বাধ সাধলেন মা। ‘‘আর ক’টা দিন থেকে যা না বাবা’’, মায়ের চোখের জলের আর্তি ফেলতে পারেননি ইয়ামান। তড়িঘড়ি টিকিট বাতিল করে দেন ইয়ামান। সম্প্রতি দেশের সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি নিজেই জানিয়েছেন তাঁর অভিজ্ঞতা। “পরে সেই দুপুরে, যখন দুর্ঘটনার বার্তা আমার মোবাইলে আসতে শুরু করল, আমি বুঝতে পারলাম কিভাবে আমার মায়ের অন্তর্দৃষ্টি আমার জীবন বাঁচিয়েছে,” জানালেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 7:37 PM IST