Aero plane: ওড়ার একটু আগেই...বড় বিপদ থেকে কোনওক্রমে রক্ষা! কলকাতা থেকে হিনডোন গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Aero plane: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার আতঙ্কের রেশ এখনও কাটেনি। কী কারণে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান
আহমেদাবাদ: আহমেদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার আতঙ্কের রেশ এখনও কাটেনি। কী কারণে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান? যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণ? সে বিষয়ে রহস্য এখনও বিদ্যমান। তার মাঝেই কলকাতা থেকে হিনডোন গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি।
সূত্রের খবর, IX ১৫১১ নামের ওই বিমান কলকাতা থেকে রওনা দেওয়ার আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এর পরেই বিমানটি খতিয়ে দেখা হয়। বিমানটি সকাল ১১ টায় রওনা দেওয়ার কথা ছিল। ভাল করে পরীক্ষা করার পরেই দুপুর ২টো ৩০ নাগাদ রওনা দেয় বিমানটি।
advertisement
advertisement
আরও পড়ুন: অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত যাত্রী, বিমানকর্মী এবং স্থানীয় বাসিন্দা ও মেডিক্যাল পড়ুয়া মিলিয়ে ২৭৯ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে৷ অন্যদিকে রবিবার সকালে আকাশপথে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটিতে পাইলট-সহ ৭ জন ছিলেন। সূত্রের খবর, এই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 4:58 PM IST