Abhijit Ganguly: অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Abhijit Ganguly: শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন।
কলকাতা: অসুস্থ লোকসভার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন।
সূত্রের খবর অনুযায়ী, বাড়িতেও বেশ কিছু বার বমি করেছেন তিনি। এই মুহূর্তে ক্রিটিকাল কেয়ারের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একটি সিঙ্গেল কেবিনে ভর্তি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, মনে করা হচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন বিচারপতিকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৬৩ বছর বয়সী তমলুকের সাংসদের চিকিত্সার জন্য ইতিমধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মধুমেহ রোগে ভুগছিলেন অভিজিৎ। বিচারপতি থাকাকালীনই নিয়মিত ইনসুলিন নিতে হত তাঁকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 15, 2025 1:37 PM IST










