Abhijit Ganguly: অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?

Last Updated:

Abhijit Ganguly: শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন।

অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! শনিবার সন্ধ‍্যা থেকে হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! শনিবার সন্ধ‍্যা থেকে হাসপাতালে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
কলকাতা: অসুস্থ লোকসভার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি। শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, পেটে ব্যথার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন।
সূত্রের খবর অনুযায়ী, বাড়িতেও বেশ কিছু বার বমি করেছেন তিনি। এই মুহূর্তে ক্রিটিকাল কেয়ারের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একটি সিঙ্গেল কেবিনে ভর্তি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, মনে করা হচ্ছে, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তাঁর। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন বিচারপতিকে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ৬৩ বছর বয়সী তমলুকের সাংসদের চিকিত্‍সার জন‍্য ইতিমধ‍্যে মেডিক‍্যাল বোর্ড গঠন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মধুমেহ রোগে ভুগছিলেন অভিজিৎ। বিচারপতি থাকাকালীনই নিয়মিত ইনসুলিন নিতে হত তাঁকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhijit Ganguly: অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়! হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে ভর্তি প্রাক্তন বিচারপতি, এখন কেমন আছেন?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement