Astrology: ২৪ ঘণ্টা পরেই ঘুরে যাবে ভাগ্য! সূর্যের গোচরে কপাল খুলবে ৩ রাশির, টাকাপয়সা উপচে পড়বে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Suriya Gochar Rashifal: গ্রহের রাজা বলা হয় সূর্যদেবকে। সূর্যের গোচরের শুভ প্রভাবে কপাল খুলে যেতে পারে কোনও রাশির জাতক জাতিকার।
জ‍্যোতিষশাস্ত্রে গ্রহ নক্ষত্রের স্থানপরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহের গমনাগমনের প্রভাব পড়ে প্রতিটি মানুষের জীবনের উপর। গ্রহের রাজা বলা হয় সূর্যদেবকে। সূর্যের গোচরের শুভ প্রভাবে কপাল খুলে যেতে পারে কোনও রাশির জাতক জাতিকার।
advertisement
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ১৫ জুন ২০২৫-এ গ্রহের রাজা সূর্য দেব, মিথুন রাশিতে প্রবেশ করবেন। আগে সূর্য দেব বৃষ রাশিতে অবস্থান করছিলেন।
advertisement
সূর্যের গমনাগমন ৩০ দিনের জন্য হয়। সূর্য ১৫ জুন মিথুন রাশিতে সকাল ১১টা ৫৮ মিনিটে প্রবেশ করবেন এবং এই রাশিতে ১৬ জুলাই ২০২৫ পর্যন্ত থাকবেন।
advertisement
জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে সমস্ত গ্রহের রাজা মনে করা হয়। সূর্য ব্যক্তির স্বাস্থ্য, নাম, খ্যাতি এবং সম্মানের কারক হিসেবে বিবেচিত হয়। কুণ্ডলীতে যদি সূর্য শক্তিশালী থাকে তবে জাতককে লাভ হবে।
advertisement
তুলা রাশি: সূর্য তুলা রাশির নবম ঘরে প্রবেশ করবেন। এই রাশির জাতক জাতিকাদের ভাগ‍্য খুলে যাবে সূর্যের গোচরে। পরিবারের লোকদেরও সহায়তা মিলবে।
advertisement
বিদেশ ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, যার ফলে বড় লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। নতুন কাজ শুরু করতে পারেন। বৈবাহিক জীবন ভাল চলবে। স্বাস্থ্যও ভাল থাকবে।
advertisement
ধনু রাশি: সূর্য দেব ধনু রাশির ৭ম ঘরে প্রবেশ করবেন। এই গমনাগমনে সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব পড়বে। উন্নতির যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে উত্তম ফল পাওয়ার যোগও তৈরি হচ্ছে। ব্যবসায়ও লাভ হবে।
advertisement
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল সময় আসতে চলেছে সূর্যের গোচরে। কুম্ভ রাশির ৫ম ঘরে সূর্য প্রবেশ করবেন।
advertisement
কুম্ভ রাশির জাতকদের প্রতিটি কাজে ভাগ্য পূর্ণ সহায়তা করবে। স্বাস্থ্য উন্নত হবে। সন্তানের পক্ষ থেকে লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)