#নয়াদিল্লি: ভাবছেন টিভি আবার মশা তাড়ায় নাকি ! সেটাও হয়, অন্তত এলজি টিভির বাজারে এখন এরকমই চল ৷
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি তাদের নতুন টেলিভিশন তৈরি করেছে মশাদের দিকে কামান দাগাতে ৷ এলজি কর্তারা জানিয়েছেন, তাঁদের এই নতুন টিভি চালালে, ঘর থেকে দূর হবে মশা ও মাছি ৷ কীভাবে কাজ করবে এই টিভি ?
এলজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই টিভি তৈরির সময়, অ্যাপের মতো করে টিভিতে ব্যবহার করা হয়েছে বিশেষ উচ্চ তরঙ্গের শব্দ ৷ এই শব্দ টিভির সাউন্ড বক্স থেকে বেরলে মশা দূর হবে ৷
তবে এই শব্দ একমাত্র শুনতে পারবে মশা ও মাছি ৷ মানুষের কানে পৌঁছবে না এ কম্পন ৷ এলজি-র কর্তারা জানিয়েছে, এই প্রযুক্তি একমাত্র কাজ করবে টিভিটা চালালেই !
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LG, Technology, Tv