কষ্ট করে আর লিখতে হবে না; WhatsApp-এর স্টেটাস আপডেট করার জন্য আসছে ধামাকা ফিচার

Last Updated:

জানা গিয়েছে যে WhatsApp-এর স্টেটাস আপডেট করার জন্য লঞ্চ করা হতে চলেছে একটি ফিচার।

বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে WhatsApp-এর অসংখ্য ইউজার। WhatsApp তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এবার WhatsApp তাদের ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে একটি ধামাকা ফিচার। জানা গিয়েছে যে WhatsApp-এর স্টেটাস আপডেট করার জন্য লঞ্চ করা হতে চলেছে একটি ফিচার।
WhatsApp তাদের ইউজারদের জন্য নতুন এই ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচারের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে এবং কিছু বেটা টেস্টারের মাধ্যমে চালু করা হয়েছে। নতুন এই ফিচারের পরীক্ষা অনেক দিন ধরেই চলছে। জানা গিয়েছে যে, এর মাধ্যমে ইউজাররা ভয়েস নোট WhatsApp-এর স্টেটাস হিসেবে আপডেট করতে পারবেন।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
WhatsApp তাদের এই নতুন এই ফিচারের পরীক্ষা গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চালু করে দিয়েছে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা স্টেটাস আপডেটে ভয়েস নোট শেয়ার করতে পারবেন। WhatsApp-এর ইউজাররা গোপনীয়তা সহ সেটিংসের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে এই ভয়েস নোটটি শেয়ার করতে সক্ষম হবেন৷ অর্থাৎ নতুন এই ফিচারের মাধ্যমে WhatsApp-এর ইউজাররা তাঁদের স্টেটাসে নিজেদের পছন্দ মতো ভয়েস নোট শেয়ার করতে পারবেন।
advertisement
advertisement
WhatsApp-এর এই নতুন ফিচারটি বেটার জন্য উপলব্ধ। অর্থাৎ যাঁরা অ্যান্ড্রয়েডের সর্বশেষ WhatsApp বেটা ২.২৩.২.৮ আপডেট ইনস্টল করবেন, তাঁরাই এটি ব্যবহার করতে পারবেন। এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। WABetaInfo থেকে এই সকল তথ্য পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
জানা গিয়েছে যে এখন WhatsApp-এর এই নতুন ফিচার নির্দিষ্ট বেটার জন্য উপলব্ধ৷ টেক্সট স্টেটাস বিভাগের ভিতরে এই ফিচারটি অ্যাক্সেস করে স্টেটাস হিসাবে ভয়েস নোট শেয়ার করা যাবে। এটি ব্যবহার করার আগে, ইউজারদের টেক্সট স্টেটাস বিভাগটি এনেবল করতে হবে।
advertisement
ইউজারদের WhatsApp দ্বারা ভয়েস রেকর্ডিংয়ের উপরও অনেক নিয়ন্ত্রণ দেওয়া হতে চলেছে। ইউজাররা তা শেয়ার করার আগে কোনও রেকর্ডিং বাতিল করতেও সক্ষম হবেন। যে কোনও ভয়েস নোটের জন্য সর্বোচ্চ রেকর্ডিং সময় হবে ৩০ সেকেন্ড।
WhatsApp-এর ইউজারদের নিজেদের স্টেটাসে শেয়ার করা ভয়েস নোট শুনতে, তাঁদের WhatsApp আপডেট করতে হবে। এছাড়াও শেয়ার করা ভয়েস নোট এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হবে। বাকি স্টেটাসের মতো, এটিও ২৪ ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যাবে। এই ফিচারটি শীঘ্রই সকলের জন্য চালু করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কষ্ট করে আর লিখতে হবে না; WhatsApp-এর স্টেটাস আপডেট করার জন্য আসছে ধামাকা ফিচার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement