X New Feature: এক্স-এ এবার অডিও এবং ভিডিও কলিং ফিচার! দেখুন ব্যবহার করার উপায়
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
উল্লেখযোগ্যভাবে কেউ যদি বিনামূল্যে 'X' ব্যবহার করেন, তাহলেও এখন কল পেতে পারেন।
এক্স: এলন মাস্কের ‘X’, যা আগে ট্যুইটার নামে পরিচিত ছিল তা ভিডিও এবং অডিও কলিং ফিচার চালু করেছে। এই মুহূর্তে iOS-এ শুধুমাত্র ‘X’ প্রিমিয়াম (Twitter Blue) ব্যবহারকারীরা এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন। কিন্তু, ‘X’ শীঘ্রই এগুলিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে নিয়ে আসার পরিকল্পনা করছে। ‘X’ প্ল্যাটফর্ম একটি পোস্টে জানিয়েছে যে, “আমরা এক্স অডিও এবং ভিডিও কলিং-এ যোগাযোগের একটি নতুন মাধ্যম চালু করছি। অডিও এবং ভিডিও কলিং এখন iOS-এ উপলব্ধ এবং শীঘ্রই অ্যান্ড্রয়েডে উপলব্ধ হবে।”
উল্লেখযোগ্যভাবে কেউ যদি বিনামূল্যে ‘X’ ব্যবহার করেন, তাহলেও এখন কল পেতে পারেন। এই ক্ষেত্রে সেই ইউজার ডায়রেক্ট মেসেজিং সেটিংস পরিবর্তন করে নিজে সিদ্ধান্ত নিতে পারেন, কে তাঁকে কল করতে পারে৷ ডিফল্টরূপে, তিনি যাঁদের অনুসরণ করেন, তাঁদের কাছ থেকে কল পেতে পারে। কিন্তু, এই ক্ষেত্রে একটি নিয়ম আছে- একটি কল করার জন্য, উভয় ব্যক্তিকে অন্তত একবার একে অপরকে সরাসরি বার্তা পাঠাতে হবে।
advertisement
advertisement
এক্স-এ একটি কল শুরু করার উপায় –
– প্রথমেই direct messages অপশনে যেতে হবে।
– এরপর ইতিমধ্যেই আছে এমন একটি চ্যাট বেছে নিতে হবে বা একটি নতুন শুরু করতে হবে।
advertisement
– এরপর phone আইকনে ক্লিক করতে হবে।
– এরপর ডানদিকে থাকা আইকনে ক্লিক করে ‘Audio call’ বা ‘Video call’ এর মধ্যে একটি সিলেক্ট করতে হবে।
– এক্ষেত্রে যাঁকে কল করা হবে তিনি একটি নোটিফিকেশন পাবেন এবং যদি উত্তর না দেন তাহলে সেই বিষয়ে একটি নোটিফিকেশন পাঠানো হবে।
advertisement
অগাস্ট মাসে এলন মাস্ক বলেছিলেন যে, এক্স ভয়েস এবং ভিডিও কল ফিচার চালু করতে চলেছে। এটি পুরনো ট্যুইটারকে বহুমুখী অ্যাপে পরিণত করার অংশ। এই ফিচারগুলি আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, ম্যাক কম্পিউটার এবং নিয়মিত পিসিতে কাজ করবে। ব্যবহার করার জন্য ইউজারদের ফোন নম্বরের প্রয়োজন হবে না।
কে ইউজারদের কল করতে পারে তা নিয়ন্ত্রণ করার উপায় –
advertisement
‘X’-এ ইউজারদের কলিং পছন্দগুলি পরিচালনা করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে –
– প্রথমে নিজেদের বার্তাগুলি অ্যাক্সেস করতে envelope আইকনে ক্লিক করতে হবে।
– এরপর Messages সেটিংস অপশন ওপেন করতে উপরের ডানদিকের কোণে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে।
– এই সেটিংসের মধ্যে ইউজাররা অডিও এবং ভিডিও কলিং ফিচার এনেবল করতে চান কি না তা নিয়ন্ত্রণ করতে পারেন।
advertisement
– কেউ যদি এটি চালু করার বিকল্প বেছে নেন, তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কে তাঁকে কল করতে পারবেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 8:41 AM IST