Kundli GPT AI: এআই চ্যাটবট এবার থেকে ভাগ্য গণনাও করবে! মিলিয়ে দেখতে চান? রইল Kundli GPT AI ব্যবহারের সহজ পদ্ধতি
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Kundli GPT AI: যাঁরা বিবাহ, প্রেম কিংবা পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান, তাঁদের জন্যও ভবিষ্যদ্বাণী করতে পারে এই চ্যাটবট।
উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে আমূল পরিবর্তন ঘটছে। জ্যোতিষবিদ্যাও কিন্তু এর ব্যতিক্রম নয়। আসলে Kundli GPT AI-এর হাত ধরে জ্যোতিষ সংক্রান্ত শাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এটা একটা এআই ভিত্তিক চ্যাটবট। এর ফলে ভাগ্য নির্ধারণ বা অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং আরও সহজ হবে। এমনকী গ্রাহকদের কুণ্ডলীর উপর ভিত্তি করে প্রশ্নোত্তরও পাওয়া যাবে।
Kundli GPT AI ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, যাঁরা নিজেদের কেরিয়ার এবং পেশগত জীবনের কথা জানতে চান, তাঁদের জন্য দারুন সুযোগ-সুবিধা দিচ্ছে এই চ্যাটবট। এখানেই শেষ নয়, যাঁরা বিবাহ, প্রেম কিংবা পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান, তাঁদের জন্যও ভবিষ্যদ্বাণী করতে পারে এই চ্যাটবট।
advertisement
সংস্থার জানিয়েছে যে, কুণ্ডলীতে থাকা নেতিবাচক প্রভাবও শনাক্ত করতে সক্ষম চ্যাটবট। শুধু তা-ই নয়, এই সংক্রান্ত সমাধানও দেওয়া হবে। এছাড়া গ্রাহকদের কুণ্ডলীতে গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুসারে কার্যকরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান এবং আর্থিক পরামর্শ বাতলে দেবে Kundli GPT AI চ্যাটবট। সংস্থার আরও দাবি, Kundli GPT হল এক ধরনের এক্সপেরিমেন্টাল টুল। যে কোনও বাণিজ্যিক উদ্দেশ্যে কিন্তু তা ব্যবহার করা যাবে না।
advertisement
Kundli GPT AI চ্যাটবট ব্যবহার করার পদ্ধতি:
Kundli GPT AI ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে হবে এবং নিজের ভাষা বেছে নিতে হবে।
নিজের নাম এবং জন্মতারিখ দিতে হবে। সঠিক ভবিষ্যদ্বাণী পাওয়ার জন্য লোকেশন অ্যাকসেসের অনুমতি দিতে হবে।
পার্সোনালাইজড অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং পাওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
advertisement
এর পাশাপাশি আবার Apple সংস্থাও নিজস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট তৈরি করছে। এর নাম হবে Apple GPT। এটা খুব শীঘ্রই OpenAI-এর ChatGPT এবং গুগলের Bard-এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের রিপোর্ট অনুযায়ী, এআই-এর উপর কাজই এখন অ্যাপল সংস্থার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুন: কনজাংটিভাইটিসের ভয়ে কাঁপছে গোটা দেশ! KGMU-এর নির্দেশিকা জারি, নিজেকে সুরক্ষিত রাখুন এভাবে
২০২৪ সালের মধ্যে এআই সংক্রান্ত একটা বড়সড় ঘোষণা করতে পারে Apple। তবে এখনও নির্দিষ্ট কোনও পরিকল্পনা করেনি তারা। সংস্থার এআই হেড জন জিয়ান্যানড্রিয়া এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চিফ ক্রেগ ফেডেরিঘির তত্ত্বাবধানেই এআই-এর কাজ চলছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 5:42 PM IST