Horoscope zodiac signs: শুক্রের কৃপায় এবার এই ৩ রাশির ভাগ্যোদয়! হাতে আসবে টাকা, জানুন কারা রয়েছে তালিকায়
- Published by:Teesta Barman
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Horoscope zodiac signs: আগামী ১৫ অগাস্ট শুক্র কর্কট রাশিতে পশ্চাদপসরণ করতে চলেছেন। শুক্র প্রায় ৫৭ দিন কর্কট রাশিতে পশ্চাদপসরণ করবেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের অবস্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখন একটি গ্রহ কোনও একটি রাশিতে প্রবেশ করে, তখন সেই গ্রহের প্রভাব রাশিচক্রের ১২টি রাশিতেই অনুভূত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে সুখের কারক গ্রহ বলে বিবেচনা করা হয়। আগামী ১৫ অগাস্ট শুক্র কর্কট রাশিতে পশ্চাদপসরণ করতে চলেছেন। শুক্র প্রায় ৫৭ দিন কর্কট রাশিতে পশ্চাদপসরণ করবেন।
কর্কট রাশিতে শুক্রের বিপরীতমুখী গমনের কারণে এটি অনেক রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে, তবে কোনও কোনও রাশির ক্ষেত্রে এর প্রভাব অশুভও হতে পারে। শুক্রকে বৃষ ও তুলা রাশির অধিপতি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র গ্রহ যে কোনও রাশিতে সাধারণত মাত্র ২৩ দিনের জন্য অবস্থান করেন, তবে এবার তিনি ৫৭ দিনের জন্য কর্কট রাশিতে অবস্থান করবেন।
advertisement
advertisement
অযোধ্যার বিখ্যাত জ্যোতিষী পন্ডিত কল্কি রাম জানিয়েছেন যে পঞ্জিকা অনুসারে, আগামী ৭ অগাস্ট শুক্র সিংহ রাশি থেকে কর্কট রাশিতে তাঁর বিপরীতমুখী অবস্থায় গমন করবেন, এর কারণে কর্কট, সিংহ এবং বৃষ রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন। কর্কট রাশিতে শুক্রের বিপরীতমুখী গতির কারণে এই রাশির জাতক-জাতিকারা আর্থিক সৌভাগ্যের অধিকারী হবেন।
বৃষ রাশি
advertisement
শুক্রের বিপরীতমুখী গমনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের বৈষয়িক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ও কর্মজীবনে নতুন সুযোগ আসবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে, ব্যবসায় বৃদ্ধি হবে এবং অর্থ লাভও হবে।
আরও পড়ুন: কনজাংটিভাইটিসের ভয়ে কাঁপছে গোটা দেশ! KGMU-এর নির্দেশিকা জারি, নিজেকে সুরক্ষিত রাখুন এভাবে
কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকারা হঠাৎ করে অর্থলাভ করতে পারেন। এই সময় জাতক-জাতিকাদের মান-সম্মান বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকারা নানা সুখ ও সুযোগ-সুবিধা লাভ করবেন। দাম্পত্য জীবনে মধুরতা আসবে। ধন-সম্পদে হবে লক্ষ্মীর বাস।
advertisement
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ শীঘ্রই শেষ হবে। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিক লাভ পেতে পারেন তাঁরা। দাম্পত্য জীবনে সুখ থাকবে। কর্মরত ব্যক্তিরা তাঁদের কর্মজীবনে উন্নতি লাভ করবেন।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 5:27 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope zodiac signs: শুক্রের কৃপায় এবার এই ৩ রাশির ভাগ্যোদয়! হাতে আসবে টাকা, জানুন কারা রয়েছে তালিকায়