ছোটরা কিছুতেই যেন Porn দেখতে না পায়, এখুনি বদলে ফেলতে হবে মোবাইলের এই সেটিংস

Last Updated:

অনেক রিপোর্টে উঠে এসেছে যে, শিশুদের মধ্যে পর্ন আসক্তি খুব দ্রুত বৃদ্ধি পায়। যার কারণে তাদের মস্তিষ্ক খারাপ ভাবে প্রভাবিত হয়।

#নয়াদিল্লি: এক দিকে আমরা সকলেই ইন্টারনেটের জগতে দ্রুত এগিয়ে চলেছি, অন্য দিকে এর ফলে ঝুঁকি এবং বিপদের আশঙ্কাও ক্রমাগত বেড়ে চলেছে। শিশুদের হাতে মোবাইল পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে তাদের কাছে পর্ন সিনেমা অ্যাক্সেস করা খুবই সহজ হয়ে গিয়েছে। এই কারণে তাদের ভুল পথে চলার আশঙ্কাও অনেক বেড়ে গিয়েছে।
সম্প্রতি হায়দরাবাদে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে ১৭ বছর বয়সী ছাত্রীকে বেশ কয়েক বার ধর্ষণ করার জন্য ৫ জন পর্ন-আসক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তথ্য দিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন যে, অভিযুক্ত ওই কিশোররা প্রায়ই স্কুল ছুটির পরে এলাকায় ঘুরে বেড়াত এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখত। অভিযুক্তদের মধ্যে ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এবং পঞ্চম জনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপে শেয়ার করার জন্য মামলা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: আপনার আইডি দিয়ে ক'টা সিম চলছে? জানতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে
বর্তমানে প্রয়োজন অনুযায়ী, অভিভাবকরা সন্তানের হাতে ফোন দেন। কিন্তু ভয় থাকে যে তারা এমন কোনও বিষয়বস্তু দেখছে, যা তাদের জন্য উপযুক্ত নয়। অনেক রিপোর্টে উঠে এসেছে যে, শিশুদের মধ্যে পর্ন আসক্তি খুব দ্রুত বৃদ্ধি পায়। যার কারণে তাদের মস্তিষ্ক খারাপ ভাবে প্রভাবিত হয়। এর জন্য ফোনের এমন কয়েকটি সেটিংস সম্পর্কে জেনে রাখা প্রয়োজন, যা চালু করে অভিভাবকরা প্রাপ্তবয়স্কদের কনটেন্ট অ্যাক্সেস সীমাবদ্ধ করতে পারে।
advertisement
advertisement
অ্যান্ড্রয়েডে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট ব্লক করার উপায়:
পদ্ধতি ১ - গুগল প্লে সীমাবদ্ধতা:
ফোন শিশুদের জন্য নিরাপদ করতে এবং প্রাপ্তবয়স্কদের কনটেন্ট থেকে শিশুদের রক্ষা করতে, প্রথমেই অ্যান্ড্রয়েডে গুগল প্লে সীমাবদ্ধতা চালু করতে হবে। এটি শিশুকে এই ধরনের অ্যাপ, গেম এবং অন্যান্য ওয়েব রিসোর্স ডাউনলোড করতে বাধা দেবে, যা তার বয়সের জন্য উপযুক্ত নয়। এটি করার উপায় -
advertisement
- এর জন্য প্রথমে শিশুর ডিভাইসে গুগল প্লে স্টোরে যেতে হবে।
- এর পর 'প্যারেন্টাল কন্ট্রোল' বিকল্পটি দেখা যাবে।
advertisement
- সেটি ক্লিক করলে একটি পিন সেট করতে বলা হবে। অভিভাবকরা একটি পিন সেট করে অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিং পরিবর্তন করতে পারে।
- এক বার পিন সেট হয়ে গেলে প্রতিটি বিভাগের জন্য স্টোর ভিত্তিক বয়স রেটিং-এর উপর ভিত্তি করে সীমাবদ্ধতা সেট করা যেতে পারে। এই ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে যে, এই পিনটি নিজেদের সন্তানের সঙ্গে শেয়ার করা যাবে না।
advertisement
পদ্ধতি ২ - ক্রোমে নিরাপদ অনুসন্ধান চালু করতে হবে:
অনুপযুক্ত বিষয়বস্তু ব্লক করার আর একটি উপায় হল অ্যান্ড্রয়েডে গুগল সেফ সার্চ বৈশিষ্ট্য চালু করা। গুগল ক্রোম অ্যাপ ব্যবহার করে ওয়েব ব্রাউজ করার সময় শিশুরা ভুলবশত এমন জিনিস সার্চ করে ফেলে, যা তাদের উদ্দেশ্যে ছিল না এবং উপযুক্ত নয়। সেই সকল জিনিস থেকে তাদের নিরাপদ রাখতে এটি চালু করা প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক সেটি করার উপায়:
advertisement
- এটি চালু করতে, প্রথমে ক্রোমে যেতে হবে।
- এর পর উপরের ডান দিকের কোণায় থাকা তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে।
- এর পর নতুন উইন্ডো থেকে সেটিংস নির্বাচন করতে হবে।
- অ্যাডভান্স বিভাগে গিয়ে প্রিভেসি অপশনে যেতে হবে।
- এখান থেকে নিরাপদ ব্রাউজিং চালু করতে হবে।
পদ্ধতি ৩:
প্লে স্টোরে অনেক প্যারেন্টাল অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে ফোনকে শিশুদের জন্য নিরাপদ করা যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ছোটরা কিছুতেই যেন Porn দেখতে না পায়, এখুনি বদলে ফেলতে হবে মোবাইলের এই সেটিংস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement