হোম /খবর /প্রযুক্তি /
দোলের রঙে ভয় নেই, এই সব গ্যাজেট সঙ্গে থাকলেই জমে যাবে হোলির পার্টি

Holi 2023: দোলের রঙে ভয় নেই, এই সব গ্যাজেট সঙ্গে থাকলেই জমে যাবে হোলির পার্টি

Holi Gadgets: ইলেক্ট্রনিক গ্যাজেট ছাড়া এক মুহূর্ত চলে না। তাদের কী ভাবে রক্ষা করবেন রঙের হাত থেকে! জানুন

  • Share this:

Holi Gadgets: রঙের উৎসব শুরু। আর টেক স্যাভি মানুষের তো এখন ইলেক্ট্রনিক গ্যাজেট ছাড়া এক মুহূর্ত চলে না। তাদের কী ভাবে রক্ষা করবেন রঙের হাত থেকে! তবে ভাবনার কিছু নেই। হাতের কাছেই রয়েছে ওয়াটার প্রুফ গ্যাজেটস (Water proof gadgets)। তা হলে আর কী? শুরু হোক হোলি পার্টি।

JBL Go 2 ব্লু-টুথ স্পিকার:

JBL-এর কম্প্যাক্ট ব্লু-টুথ স্পিকার পাওয়া যায় সম্পূর্ণ ওয়াটার-প্রুফ ডিজাইনে। ফলে হোলির মজা একেবারে জমজমাটি সুরে। এতে রয়েছে একটি বিল্ট ইন (built-in) নয়েজ ক্যান্সেলিং স্পিকার ফোন। দোলের সঙ্গে মানানসই অনেকগুলি রঙে পাওয়া যায়। একবার চার্জ দিলে অন্তত ৫ ঘণ্টা একটানা বাজবে পছন্দের গান। দাম ২,১৯৯ টাকা।

FitSpark Eagle i9 ডুয়াল স্ক্রিন রিয়েল 4K WiFi অ্যাকশন ক্যামেরা:

ছবি না উঠলে আর কী রঙের মজা! এই বিশেষ অ্যাকশন ক্যামেরায় রয়েছে ডুয়াল স্ক্রিন, 4K ভিডিও রেকর্ডিং ক্ষমতা। রয়েছে হাওয়ার শব্দ প্রতিরোধী বিশেষ ব্যবস্থা (wind noise reduction technology), যাতে ভিডিও করার সময় আরও ভাল শব্দগ্রহণ করা যায়। ক্যামেরায় রয়েছে ১,৩৫০ mAh ব্যাটারি, যা প্রয়োজনে খুলে ফেলা যায়। দাম ৯,৯৯৯টাকা।

আরও পড়ুন - জলবায়ু থেকে শস্যের সঠিক দাম, কৃষকদের সব রকম সুবিধা দেবে এই বিশেষ অ্যাপ

Boat Xtend স্মার্টওয়াচ:

বোটের Xtend স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চি টাচস্ক্রিন রঙিন ডিসপ্লে। অবশ্যই ওয়াটারপ্রুফ। সঙ্গে রয়েছে হার্ট রেট সেন্সর, SPO2 এবং স্ট্রেস মনিটর। এই স্ট্রেস মনিটর আসলে HRV (Heart Rate Variabilities) দেখায় যা স্ট্রেস লেভেলের পরিমাপক। ৩০০ mAh ব্যাটারি একবার চার্জ দিলে প্রায় ৭ দিন পর্যন্ত চলতে পারে। দাম ২,৬৯৯ টাকা।

WeCool ব্লু-টুথ সেলফি স্টিক উইথ রিমোট অ্যান্ড ট্রাইপড:

এক্সপ্যান্ডেবল সেলফি স্টিকে থাকছে একটি ওয়্যারলেস রিমোট, যা খুব সহজে ছবি তুলতে বা ভিডিও করতে সাহায্য করবে। সেলফি স্টিকটি ৬০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা করা যায় এবং ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। তবে শুধু স্টিক নয়, এর সঙ্গে রয়েছে একটি ট্রাইপডও। দাম ৫৭৯ টাকা।

আরও পড়ুন - শেয়ার করা যাবে গুগল ক্রোম ট্যাব ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!

Bobo universal স্মার্টফোন পাউচ:

এটি খুবই উপকারী জিনিস। যেখানেই যান না কেন, নিজের মোবাইল ফোনটি ঢুকিয়ে নিতে পারবেন এই ওয়াটারপ্রুফ পাউচে। এর সামনের এবং পিছনের দিক একেবারে স্বচ্ছ, ফলে ফোন ধরা বা অন্য যে কোনও কাজ দোলের রঙেও নির্ভয়ে করতে পারবেন। দাম মাত্র ২৯৯ টাকা।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bluetooth speakers, Holi