Holi 2023: রঙের ভয়ে বাইক নিয়ে বেরোবেন না! জেনে নিন, কী করলে গাড়িতে রঙ ধরবে না

Last Updated:

Holi 2023: হোলিতে বাইক বা গাড়ি পরিষ্কার রাখতে চাইলে এই জিনিসগুলি মাথায় রাখুন

গাড়িকে রঙের হাত থেকে বাঁচাতে কী করবেন
গাড়িকে রঙের হাত থেকে বাঁচাতে কী করবেন
নয়াদিল্লি: হোলি হল রঙের উৎসব। এই দিনে শুধু দেশেই নয়, সারা বিশ্বে রং ও আবীরের প্রচুর ব্যবহার হয়। আত্মীয়ের বাড়িতে যাওয়া হোক বা বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন, এই দিনে বাড়ি থেকে বেরোতে তো হয়ই। আর এমন দিনে অনেকেই নিজের গাড়ি বের করতে চান না। তবে এবার আর আপনার গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না। হোলির দিনে আপনার গাড়িতে রং পড়ার সম্ভাবনা রয়েছে ঠিকই। তবে সেই রঙ তুলে ফেলা খুব একটা কঠিন কাজ নয়।
আবীর খুব বেশি ক্ষতি করে না। তবে রাসায়নিক মিশ্রিত রঙ গাড়িতে ছাপ ফেলে। এই রঙ তোলা একটি শ্রমসাধ্য কাজ হয়ে ওঠে। আজ আমরা আপনাদের এই রঙ থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় সম্পর্কে বলব।
আরও পড়ুন- গুগল ক্রোম ট্যাব শেয়ার করা যাবে ডেক্সটপ থেকে স্মার্টফোনে, জেনে নিন কীভাবে!
আপনি যদি হোলিতে আপনার গাড়ি ব্যবহার করতে চান এবং আপনার গাড়িকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে চান, তা হলে হোলির একদিন আগে আপনার গাড়ি পালিশ করুন। এমনটা করার ফলে গাড়ির উপর এক ধরণের জলরোধক আবরণ তৈরি হবে। তার উপর রঙ স্থায়ী হয় না।
advertisement
advertisement
যখনই কেউ বালতি বা পিচকিরি বা বেলুন দিয়ে গাড়িতে রঙ ছুড়ে দেবে, তা সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে এবং রঙের দাগ থেকে আপনার গাড়ি রক্ষা পাবে।
আপনি যদি ছোট শহরে থাকেন এবং সেখানে আপনি পলিশ না পান, তাহলে চিন্তার কিছু নেই। আপনি আপনার নিজের বাড়িতে এই সমস্যার সমাধান করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হল, ঘরে রাখা নারকেল তেল নিন এবং একটি কাপড়ের সাহায্যে আপনার পুরো গাড়িতে তেল লাগিয়ে রাখুন।
advertisement
আরও পড়ুন: আপনার হাতের স্মার্টফোনে কতগুলো সেন্সর একসঙ্গে কাজ করে জানেন?
আপনি যদি হোলির দিনে আপনার গাড়ি ব্যবহার না করেন তা হলে কভার ছাড়া পার্ক করবেন না। আসলে গাড়ি পার্কিং খোলা রাখলেও ক্ষতি হতে পারে। এলাকার ছেলেমেয়েরা রং ছুঁড়ে দিতে পারে। তাই গাড়ি ঢেকে রাখতে হবে। এর জন্য একটি ভালো ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন। রঙিন জল যাতে একেবারেই প্রবেশ করতে না পারে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Holi 2023: রঙের ভয়ে বাইক নিয়ে বেরোবেন না! জেনে নিন, কী করলে গাড়িতে রঙ ধরবে না
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement