Facebook: ফ্রি-র দিন শেষ! এবার ফেসবুকেও দিতে হবে টাকা, জানুন জরুরি খবর

Last Updated:

Facebook: ফেসবুক ব্যবহারকারীদের এখন একটি নির্দিষ্ট পরিষেবার জন্য অর্থ প্রদান করতে হবে।

ফেসবুকেও দিতে হবে টাকা
ফেসবুকেও দিতে হবে টাকা
নয়া দিল্লি: ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। ট্যুইটারের মতো এবার ফেসবুক ব্যবহার করতে হলেও দিতে হবে টাকা। আপনি যদি এখনও ফেসবুক ব্যবহার করেন, তবে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ফেসবুক ব্যবহারকারীদের এখন একটি নির্দিষ্ট পরিষেবার জন্য অর্থ প্রদান করতে হবে।
মার্ক জুকারবার্গ একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, "এই সপ্তাহে আমরা MetaVerify চালু করছি। এটি একটি সাবস্ক্রিপশন পরিষেবা। এই পরিষেবায় আপনার আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট যাচাই হবে। বৈধ অ্যাকাউন্ট ব্লু টিক দেওয়া হবে। এই নতুন ফিচারটি নিরাপত্তা বৃদ্ধি করবে। Meta Verified এর জন্য ব্যবহারকারীদের ন্যূনতম কার্যকলাপের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কমপক্ষে ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। যেখানকার বাসিন্দা সেখানকার সরকারি বৈধ আইডি জমা দিতে হবে।
advertisement
এখন থেকে ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের টাকা দিতে হবে। টুইটার যদিও আগে এই পরিষেবা চালু করেছে। মেটা রবিবার ঘোষণা করেছে যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের যাচাইকৃত অ্যাকাউন্টগুলির (ব্লু টিক ভেরিফায়েড অ্যাকাউন্ট) জন্য টাকা দিতে হবে।
advertisement
ওয়েবের জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ভারতীয় মুদ্রায় যা ৯৯১.৬৫ এবং মোবাইলের জন্য প্রতি মাসে ১৪.৯৯ ডলার ভারতীয় মুদ্রায় যা ১,২৩৯.৭৭ টাকা। বর্তমানে এই ফিচারটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চালু করা হয়েছে। তবে এটি ভারতসহ অন্যান্য দেশেও কার্যকর করা হবে বলে জানা গেছে।
advertisement
ভারতে এর দাম কত হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য নেই। শুধুমাত্র ফেসবুকের জন্য নয়, একই নিয়ম বহাল থাকবে ইনস্টাগ্রামের জন্যও।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Facebook: ফ্রি-র দিন শেষ! এবার ফেসবুকেও দিতে হবে টাকা, জানুন জরুরি খবর
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement