ফেসবুকে অনেকেই অন্যের প্রোফাইলে গোয়েন্দাগিরি করেন। ঘন ঘন নজর রাখেন অন্যের প্রোফাইলে। কিন্তু এই ব্যাপারে কোনও নোটিফিকেশন ফেসবুক থেকে পাওয়া যায় না।
2/ 5
তবে আপনি চাইলেই জানতে পারবেন, কে আপনার প্রোফাইলে নজর রাখছ! তবে সেটা মোবাইলে হবে না। এর জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দরকার হবে।
3/ 5
প্রথমে ব্রাউজার-এ গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে লগ ইন করুন। তার পর দেখবেন অনেকগুলো অপশন দেখাচ্ছে।
4/ 5
প্রোফাইলে ঢুকে রাইট মাউস ক্লিক করুন। সেখানে তালিকা থেকে View Page Source অপশনে ক্লিক করুন। CTRL+U-এর মাধ্যমেও সেই অপশন পেতে পারেন।
5/ 5
এর পরে আপনাকে CTRL+F-এর মাধ্যমে BUDDY_ID অনুসন্ধান করতে হবে। এর পরে আপনি তার পাশে ১৫টি সংখ্যা পাবেন। সেটি কপি করতে হবে। কপি করার পর ডিজিটটি https://www.facebook.com/ এর সামনে বসাতে হবে। এর পর দেখতে পাবেন কে আপনার প্রোফাইল ঘন ঘন ভিজিট করে!
আপনার Facebook প্রোফাইলে কে ঘন ঘন নজর রাখে? জেনে যাবেন এই সহজ উপায়ে
এর পরে আপনাকে CTRL+F-এর মাধ্যমে BUDDY_ID অনুসন্ধান করতে হবে। এর পরে আপনি তার পাশে ১৫টি সংখ্যা পাবেন। সেটি কপি করতে হবে। কপি করার পর ডিজিটটি https://www.facebook.com/ এর সামনে বসাতে হবে। এর পর দেখতে পাবেন কে আপনার প্রোফাইল ঘন ঘন ভিজিট করে!