Electric Scooter Fire: এবার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগলে কোম্পানির রক্ষে নেই! সতর্ক করল কেন্দ্র

Last Updated:

Electric Scooter Fire: বারবার আগুন লাগার ঘটনা ঘটছে ই-স্কুটারে। সরকার এবার কোম্পানিগুলিকে ছেড়ে কথা বলবে না।

#মুম্বই: গত কয়েকদিনে বারবার ই-স্কুটারে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। তা নিয়ে কেন্দ্রীয় সরকারও উদ্বেগ প্রকাশ করেছিল। তবে এবার থেকে ই-স্কুটারে আগুন লাগলে স্কুটার নির্মাতা সংস্থার রক্ষে নেই। সতর্ক করল কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি টুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সেই সমস্ত ইলেকট্রিক স্কুটার নির্মাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে যারা তাদের পণ্যের সুরক্ষা উপেক্ষা করছে। গডকরি কোম্পানিগুলিকে সতর্ক করেছেন। অসতর্কতার জন্য স্কুটারে আগুন লাগলে সংস্থাকে এবার ছেড়ে কথা বলবে না সরকার।
যানবাহন নির্মাতাদের উপর মোটা অঙ্কের জরিমানা চাপানো হবে বলে সতর্ক করল কেন্দ্র। তাছাড়াও ভারত সরকার অতীতে অনেক বৈদ্যুতিক স্কুটারে আগুন ধরার ঘটনা তদন্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন- আজ থেকেই দারুণ সুযোগ, এন্টারটেনমেন্ট প্ল্যানের একগুচ্ছ সুবিধা আনল জিওফাইবার!
সম্প্রতি তেলেঙ্গানার নিজামবাদে আরেকটি বৈদ্যুতিক স্কুটারে আগুন লেগে 80 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর পরে, Pure EV নামে একটি ইলেকট্রিক স্টার্টআপ তাদের ২০০০ ইলেকট্রিক স্কুটার বাজার থেকে তড়ঘড়ি ফিরিয়ে নিয়েছে।
গত কয়েকদিনে ওলা এবং পিওর ইভি সহ অনেক ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারে আগুন লেগেছে। ইলেকট্রিক টু-হুইলার নির্মাতাদের কড়া বার্তা দিয়েছেন নীতিন গড়করি। গডকরি টুইটারে বলেছেন, “গত ২ মাসে বৈদ্যুতিক স্কুটারে আগুন লাগার অনেক ঘটনা ঘটেছে। এটা খুবই দুঃখজনক যে এসব ঘটনায় কিছু মানুষ প্রাণ হারিয়েছে, আবার কেউ আহত হয়েছে। এই বিষয়ে তদন্তের জন্য আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। বিষয়টি তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে পরামর্শ দেবে ওই কমিটি।
advertisement
গড়করি আরও বলেছেন, যদি ইভি নির্মাতারা সুরক্ষা প্রক্রিয়া উপেক্ষা করে, তবে তাদের মোটা জরিমানা করা হবে এবং এই গাড়িগুলি বাজার থেকে প্রত্যাহারের আদেশও জারি করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সমস্ত আঞ্চলিক পরিবহণ অফিসে একটি সার্কুলার পাঠাবে। অর্থাৎ RTO এবং SIAM-এ বৈদ্যুতিক দু-চাকার গাড়ির জন্য নতুন নিয়ম সম্পর্কে তথ্য দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- এবার YouTube Shorts দেখা যাবে ডেস্কটপ বা ট্যাবলেটের বড় স্ক্রিনেও! জানুন
এই নতুন নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিরাপত্তা। বৈদ্যুতিক স্কুটারগুলিকে বিক্রি করতে হলে যে কোনও সংস্থাকে নিরাপত্তার দিকে সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। সরকার এমনই নির্দেশ দিতে চলেছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Electric Scooter Fire: এবার ইলেকট্রিক স্কুটারে আগুন লাগলে কোম্পানির রক্ষে নেই! সতর্ক করল কেন্দ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement