JioFiber: আজ থেকেই মিলতে চলেছে দুর্দান্ত সুযোগ, এন্টারটেনমেন্ট প্ল্যানের একগুচ্ছ সুবিধা আনল জিওফাইবার!
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
JioFiber: আগে থেকে যাঁরা জিওফাইবার প্ল্যান ব্যবহার করছেন, তাঁরা এবং নতুন ব্যবহারকারীরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
#নয়াদিল্লি: রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য দারুণ সুখবর। দিন কয়েক আগেই জিওফাইবার (JioFiber) পোস্টপেড ক্যাটাগরিতে দুর্দান্ত প্ল্যান আনার কথা ঘোষণা করেছিল রিলায়েন্স জিও। আর আজ থেকেই মিলতে চলেছে সেই আকর্ষণীয় অফার।
আগে থেকে যাঁরা জিওফাইবার প্ল্যান ব্যবহার করছেন, তাঁরা এবং নতুন ব্যবহারকারীরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। নতুন পোস্টপেড গ্রাহকদের জন্যও রয়েছে এই প্ল্যানের দারুণ অফার। জেনে নেওয়া যাক এই অফারের বিষয়ে।
নতুন পোস্টপেড প্ল্যানে কী কী থাকছে?
advertisement
নতুন পোস্টপেড প্ল্যানের গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ইন্টারনেট বক্স (গেটওয়ে রাউটার), সেট টপ বক্স এবং ইনস্টলেশনের সুবিধা। এখানেই শেষ নয়, অতিরিক্ত ১০০ টাকা খরচ করলেই পাওয়া যাবে আনলিমিটেড এন্টারটেনমেন্ট প্ল্যানের সুবিধা। অর্থাৎ ৩৯৯ টাকার মাসিক প্ল্যানে আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেটের সুবিধা যাঁরা পেয়ে থাকেন, তাঁরা এই প্ল্যানের সঙ্গে মাসে অতিরিক্ত ১০০ অথবা ২০০ টাকা খরচ করলে পেয়ে যেতে পারেন এন্টারটেনমেন্ট প্ল্যান (Entertainment Plan)। আর এই নতুন আনলিমিটেড এন্টারটেনমেন্ট প্ল্যানের আওতায় থাকবে ১৪টি এন্টারটেনমেন্ট অ্যাপ। আর সবথেকে বড় চমকটা রয়েছে এখানেই! গ্রাহকরা একাধিক ডিভাইসে, ছোট অথবা বড় পর্দায় ১৪টি এন্টারটেনমেন্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। এতে নিজেদের পছন্দমতো কন্টেন্ট যেমন– ফিল্ম, টিভি চ্যানেল, অরিজিনালস, খবর, বিভিন্ন শো, খেলা ইত্যাদি দেখার সুবিধা পাবেন গ্রাহকেরা। আর এই ১৪টি অ্যাপের মধ্যে রয়েছে Disney+ Hotstar, Zee5, Sonyliv, Voot, Sunnxt, Discovery+, Hoichoi, Altbalaji, Eros Now, Lionsgate, ShemarooMe, Universal+, Voot Kids, JioCinema।
advertisement
জিও-র নতুন পোস্টপেড এন্টারটেনমেন্ট প্ল্যান:
মাত্র ৩৯৯ টাকায় পাওয়া যাবে ৩০এমবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা। এই প্ল্যানের উপর অতিরিক্ত ১০০ টাকা খরচ করলে মিলবে এন্টারটেনমেন্ট প্ল্যান। এতে মিলবে মোট ৬টি অ্যাপ অ্যাক্সেস করা সুবিধা। আর ৩৯৯ টাকার প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ২০০ টাকা দিলে গ্রাহকরা পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট প্লাস প্ল্যানের সুবিধা। এই এন্টারটেনমেন্ট প্ল্যানে আবার মোট ১৪টি ওটিটি অ্যাপ দেখার সুযোগ পাবেন গ্রাহকেরা।
advertisement
৬৯৯ টাকার প্ল্যানে মিলবে ১০০ এমবিপিএস স্পিডের আনলিমিটেড ইন্টারনেট। এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা খরচ করলে মিলবে এন্টারটেনমেন্ট প্ল্যান এবং অতিরিক্ত ২০০ টাকা দিলে মিলবে এন্টারটেনমেন্ট প্লাস প্ল্যান।
আবার ৯৯৯ টাকার প্ল্যানে পাওয়া যাবে ১৫০ এমবিপিএস স্পিড-সহ ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এই প্ল্যানে আবার কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে অ্যামাজন প্রাইম-সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুযোগ।
advertisement
১৪৯৯ টাকার প্ল্যানের মিলবে ৩০০ এমবিপিএস স্পিড-সহ ইন্টারনেটের সুবিধা। এই প্ল্যানেও অতিরিক্ত কোনও খরচ না-করেই গ্রাহকরা পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স বেসিক-সহ এন্টারটেনমেন্ট প্লাস প্ল্যানের সুবিধা।
আবার ২৪৯৯ টাকায় মিলবে ৫০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট। সেই সঙ্গে পাওয়া যাবে অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্স স্ট্যান্ডার্ড-সহ এন্টারটেনমেন্ট প্লাস প্ল্যানের সুবিধা। এই প্ল্যানের জন্য কিন্তু অতিরিক্ত খরচ করতে হবে না গ্রাহকদের।
advertisement
৩৯৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ১০০০ এমবিপিএস স্পিড-সহ ইন্টারনেটের সুবিধা। সেই সঙ্গে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই মিলবে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্স প্রিমিয়াম-সহ এন্টারটেনমেন্ট প্লাস প্যাকেজ।
বিনামূল্যে সেট টপ বক্স:
শুধু তা-ই নয়, আরও অফার রয়েছে গ্রাহকদের মনোরঞ্জনের জন্য। এই সব প্ল্যান নিলে সেট টপ বক্সও গ্রাহকেরা পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। আগের জিওফাইবার ব্যবহারকারীদের যদি সেট টপ বক্স না-থাকে, তাহলে তাঁরা আবেদন করলেই বিনামূল্যে সেট টপ বক্স। একনজরে দেখে নেওয়া যাক জিও সেট টপ বক্সের সুবিধাগুলি।
advertisement
জিও সেট টপ বক্সের মাধ্যমে যে কোনও টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তরিত করা যাবে। এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের নানাবিধ শো দেখতে পারবেন। এছাড়াও জিও-র এই সেট টপ বক্সে মিলবে আরও নানা সুবিধা। যেমন– ভয়েস সার্চ, টিভিতে ইউটিউব দেখা, টিভির মাধ্যমে ভিডিও কল, মোবাইলের কন্টেন্ট বড় পর্দায় দেখা, বড় পর্দায় গেম খেলা প্রভৃতি।
advertisement
যাঁরা আগে থেকেই জিওফাইবার পোস্টপেড ব্যবহার করছেন, তাঁরা প্রথমে মাইজিও অ্যাপে যাবেন এবং পছন্দসই এন্টারটেনমেন্ট প্ল্যান বাছবেন। এবার বাছাই করা নতুন প্ল্যানের দাম অনুযায়ী অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর জিওফাইবার প্রিপেড ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে পোস্টপেড করাতে হবে মাইজিও-তে গিয়ে। তার পর ফোন নম্বরে আসা ওটিপির মাধ্যমে ব্যবহারকারী নিজেকে ভেরিফাই করবেন। এবার মাইজিও-তেই পছন্দমতো এন্টারটেনমেন্ট প্ল্যান বেছে নিয়ে সেই গ্রাহককে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।
Location :
First Published :
April 22, 2022 12:49 PM IST