বাজারে চিনা ঝড়! 'ডিপসেক' হইচই ফেলল সারা দুনিয়ায়, চিনের জন্য ভয়ে আমেরিকা!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Deepseek- এই চিনা অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা ঘুম উড়িয়েছে অনেক সংস্থার। বিশেষ করে মার্কিন এআই কোম্পানিগুলোর সঙ্গে ডিপসিকের খরচের পার্থক্য নিয়েও আলোচনা চলছে।
কলকাতা: চিনা কোম্পানি ডিপসিক সারা বিশ্বে হইচই ফেলে দিল। তাদের তৈরি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত চ্যাটবট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে।
এই চিনা অ্যাপের হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠা ঘুম উড়িয়েছে অনেক সংস্থার। বিশেষ করে মার্কিন এআই কোম্পানিগুলোর সঙ্গে ডিপসিকের খরচের পার্থক্য নিয়েও আলোচনা চলছে। এমনকী প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে এই অ্যাপ।
আরও পড়ুন- বাড়বে হিমোগ্লোবিন! পালাবার পথ পাবে না অ্যানিমিয়া! শুধু এভাবে খান সজনেফুল, ডাঁটা ও শাক
এদিকে আবার সিলিকন ভ্যালির উদ্যোক্তা মার্ক আন্দ্রিসেন ডিপসিককে এআই দুনিয়ার ‘অন্যতম যুগান্তকারী আবিষ্কার’ হিসেবে চিহ্নিত করছেন। বিশ্ব বাজারে আলোড়ন ফেলে দিয়েছে চিনা স্টার্ট-আপ ডিপসিক। কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই) ক্ষেত্রে আমেরিকার একাধিপত্য ভেঙে দিয়েছে তারা। ফলে রক্তক্ষয় শুরু হয়েছে শেয়ার বাজারেও। এমনকী এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও।
advertisement
advertisement
এবার ডিপসিকের ধাক্কায় একদিনে ৫০ লক্ষ কোটি টাকা ক্ষতি হল এনভিডিয়া-র। সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন জানাচ্ছে, ‘ডিপসিক-আর১’ নামে চিনা স্টার্ট-আপ যে মডেল নিয়ে এসেছে, তার জেরে নিউ ইয়র্কে ১৭ শতাংশ পতনের মুখে পড়েছে মার্কিন সংস্থা। তার বাজারমূল্য ৫৮৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৫০ লাখ কোটি টাকার বেশি) কমে গিয়েছে। একদিনে এটাই সর্বোচ্চ।
advertisement
আরও পড়ুন- ‘বয়স’ অনুযায়ী দিনে কতটা ‘ঘুমানো’ উচিত…? ‘সঠিক’ হিসেব জানতে মিলিয়ে নিন স্লিপ চার্ট
উল্লেখ্য, মার্কিন সংস্থা এনভিডিয়া এআই বিপ্লবের মুখ বলে পরিচিত। সেই সংস্থা এমন জোরালো ধাক্কা খেল! চিনা স্টার্ট-আপ ডিপসিকের দাপাদাপিতে তারা এখন কোণঠাঁসা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সস্তার চিনা এআই মডেল ডিপসিক বাজারে যে আলোড়ন সৃষ্টি করেছে তা দেখে মার্কিন সংস্থাগুলির ঘুম ভাঙা উচিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 8:44 PM IST