BSNL: ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL! সব ছেড়ে ছুটছে মানুষ! প্ল্যান জানলে চমকে যাবেন

Last Updated:

BSNL: অবাক করা রিচার্জ প্ল্যান নিয়ে এল এই সংস্থা! এত সস্তায় নেট? জাস্ট ভাবতে পারবেন না! জানুন

#নয়া দিল্লি:  ভারত সরকারের নিজস্ব টেলিকম সংস্থা বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড লঞ্চ করেছে নতুন দু’টি প্ল্যান। বিএসএনএল-এর নতুন দু’টি প্ল্যানের জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে যথাক্রমে ১১৯৮ টাকা এবং ৪৩৯ টাকা। দেশের সকল যে কোনও প্রান্তের গ্রাহক এই দু’টি প্ল্যানের সুবিধা পেতে পারেন বলে জানা গিয়েছে। ১১৯৮ টাকার প্ল্যানটির বৈধতার সময় সীমা ৩৬৫ দিন। এক বছরের জন্য ভারত সঞ্চার নিগম লিমিটেডের লঞ্চ করা নতুন প্ল্যানে গ্রাহকরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি প্ল্যানের সমস্ত খুঁটিনাটি—
বিএসএনএল-এর ১১৯৮ টাকার প্ল্যান—
রত সঞ্চার নিগম লিমিটেডের ১১৯৮ টাকার প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের জন্য। ১১৯৮ টাকার এই প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ৩ জিবি করে ডেটার সুবিধা পাবেন। ১১৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা কলিং-এর জন্য পাবেন ৩০০ মিনিট। এ ছাড়াও ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই লেটেস্ট প্ল্যানে গ্রাহকরা ৩০ টি বিনামূল্যে এসএমএসের সুবিধা পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ১১৯৮ টাকার এই প্ল্যানের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, সকল সুবিধা ৩০ দিন পর স্বয়ংক্রিয় ভাবে রিনিউ হয়ে যাবে।
advertisement
৪৩৯ টাকার প্ল্যান—
ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই ৪৩৯ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিনের জন্য। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যান সেই সকল গ্রাহকেরদের জন্য খুবই উপকারী যাঁদের ডেটা ব্যবহারের তেমন প্রয়োজন পড়ে না। বরং ভয়েস কলের প্রয়োজনীয়তা বেশি। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা পুরো দেশে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং পাবেন। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানে গ্রাহকরা কোনও ধরনের ডেটার সুবিধা পাবে না।
advertisement
advertisement
২৬৯ এবং ৭৬৯ টাকার প্ল্যান -
এর আগে ভারত সঞ্চার নিগম লিমিটেড ২৬৯ এবং ৭৬৯ টাকার প্ল্যান লঞ্চ করেছিল। ভারত সঞ্চার নিগম লিমিটেডের ২৬৯ টাকার প্ল্যানের বৈধতা ৩০ দিনের জন্য। এই প্ল্যানে গ্রাহকরা ২ জিবি ইন্টারনেট ডেটার সুবিধা পাবে। এ ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যেতে Eros Now-এর সাবস্ক্রিপশন পেয়ে থাকেন। অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেডের ৭৬৯ টাকার প্ল্যানের বৈধতা ৯০ দিনের জন্য। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি অর্থাৎ ৯০ দিনের জন্য ১৮০ জিবি ডেটার সুবিধা পেয়ে থাকেন। এই প্ল্যানে গ্রাহকরা বিনামূল্যেতে Eros Now-এর সাবস্ক্রিপশন পেয়ে থাকেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
BSNL: ধামাকা প্ল্যান নিয়ে এল BSNL! সব ছেড়ে ছুটছে মানুষ! প্ল্যান জানলে চমকে যাবেন
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement