Samsung ফোমো সেলে অবিশ্বাস্য ছাড়! শক্তিশালী ব্যাটারি যুক্ত এই ফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Samsung Fomo Sale: Samsung-এর তরফে ফ্রিজ, ফোন, ট্যাব এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়।
#নয়া দিল্লি: ভারতে উৎসব মরশুমের কথা মাথায় রেখে Samsung তাদের ফোমো (FOMO) সেল চালু করেছে। এই সেলে Samsung-এর তরফে ফ্রিজ, ফোন, ট্যাব এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। Samsung-এর এই সেলে গ্রাহকরা বিভিন্ন ধরনের প্রিমিয়াম বাজেট ফোন এবং মিড রেঞ্জের স্মার্টফোন ক্রয় করতে পারবেন খুবই কম দামে।
যে সকল গ্রাহক শক্তিশালী ব্যাটারি যুক্ত স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এই সেলে রয়েছে সেরা অফার। এক নজরে দেখে নেওয়া যাক সেই অফার—
স্যামসাং গ্যালাক্সি এফ ১৩ -
Samsung কোম্পানির ফোমো সেলে এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ৮,৪৯৯ টাকায়। এ ছাড়াও গ্রাহকরা এই ফোনের উপর পেয়ে যাবেন ১০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাক। এই ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং এইচডি প্লাস ডিসপ্লে।
advertisement
advertisement
এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন সিলভার স্ক্রিনে পরিবর্তন করা সম্ভব। এ ছাড়াও এই ফোনের স্ক্রিনের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এর ফলে এই ফোনের স্ক্রিনে কোনও ধরনের দাগ পড়ার সম্ভাবনা খুবই কম। ভাল কানেক্টিভিটি পাওয়ার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে অটো ডেটা সুইচিং মোড। এই সেগমেন্টের ফোনে এই অপশন প্রথমবার ব্যবহার করা হয়েছে। এই ফোনে রয়েছে ৮ জিবি র্যা্ম।
advertisement
এই ফোনে ব্যবহার করা হয়েছে Exynos 850 চিপসেট। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র্যা5ম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের র্যা ম ভার্চুয়ালি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। সে গুলি হল— ওয়াটারফল ব্লু, সানরাইজ কপার এবং নাইট স্কাই গ্রিন।
এই ফোনে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের এর ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স।
advertisement
এই ফোনে ব্যবহার করা হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি যা, ১৫ ডাবলু ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত। Samsung-এর তরফে জানা গিয়েছে, এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যাডাপটিভ পাওয়ার সেভিং এবং এআই পাওয়ার মানেজমেন্ট সাপোর্ট।
Location :
First Published :
October 27, 2022 8:36 PM IST