সোয়েটার কিনতে চান! Amazon দিচ্ছে দারুন সস্তায় নামী ব্র্যান্ডের শীত পোশাকের উপহার

Last Updated:

Amazon-এ শুরু হচ্ছে ‘রিপাবলিক ডে সেল’-এ গ্রাহকদের একাধিক অফার দেওয়া হচ্ছে।

শীতের আমেজ এখনও বহাল। গত কয়েকদিনের দখিনা বাতাস উধাও হয়েছে। আবার ভোরের দিকে রাজত্ব করছে হিমেল উত্তর বায়। এরই মধ্যে Amazon-এ শুরু হচ্ছে ‘রিপাবলিক ডে সেল’। এই বিশেষ সেল-এ গ্রাহকদের একাধিক অফার দেওয়া হচ্ছে সংস্থার তরফ থেকে। যে কোনও পণ্য ক্রয়ের উপরেই পাওয়া যাবে ছাড়। ফ্যাশন পণ্যের উপরও দেওয়া হচ্ছে বড় ছাড়। শীতের মরশুমে একটি স্টাইলিশ সোয়েটার এবং পুলওভার কেনার কথা যদি কেউ ভেবে থাকেন, তা হলে প্রচুর সম্ভারের মধ্যে থেকে বেছে নেওয়া যেতে পারে নিজের পছন্দেরটি—তাও আবার আকর্ষণীয় ছাড়ে।
এক নজরে দেখে নেওয়া যাক পুরুষের শীতবস্ত্রে কেমন ছাড় দিচ্ছে Amazon—
US POLO ASSN—
advertisement
পুরুষদের আধুনিক উলের সোয়েটারে ব্যাপক ছাড় মিলতে পারে। শীতকালীন পোশাকের এই ট্রেন্ডি পোশাক সূক্ষ্ম উল দিয়ে তৈরি। পোলো নেক এবং ফুল হাতা সোয়েটারে প্রায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে Amazon। ফলে ৩,২৯৯ টাকার সোয়েটার পাওয়া যাবে মাত্র ১,৬৫০ টাকায়।
advertisement
এই সোয়েটারটি দেখতে খুব স্টাইলিশ এবং স্মার্ট। গ্রাহকরা এটি তিনটি রঙে পাবেন- রেজ মেলাঞ্জ, ইঙ্ক ব্লু এবং মাস্টার্ড। এটি ১০০ শতাংশ অ্যাক্রেলিক থেকে তৈরি। এতে প্রায় ৭১ শতাংশ ছাড় পেতে পারেন গ্রাহকরা। ফলে ২,০৯৯ টাকার সোয়েটার পাওয়া যাবে মাত্র ৫৯৯ টাকায়।
advertisement
Alan Jones Clothing Men’s Acrylic Round Neck Sweater—
দারুন চাকচিক্য-সহ এই সোয়েটারটিও মিলবে ভারী ছাড়ে। গোল গলা, ফুল হাতা এই সোয়েটার যে কোনও আনুষ্ঠানে যেমন পরা যায়, তেমনই পরা যেতে পারে প্রতিদিনের পোশাক হিসাবেও পরা যেতে পারে। এটি বেশ কয়েকটি রঙে পাওয়া যেতে পারে, তবে সবই একরঙা। ১০০ শতাংশ অ্যাক্রেলিক ফ্যাব্রিকে তৈরি এই শীতবস্ত্র যেমন হালকা তেমনই গরম। এতে গ্রাহকরা পাচ্ছেন ৫৪ শতাংশ ছাড়। ফলে ১,৪৯৯ টাকার সোয়েটার কেনা যেতে পারে মাত্র ৬৯৪ টাকায়।
advertisement
Amazon Brand-Symbol Men’s Acrylic LS Placement Argyle Pattern Pullover Sweater—
নানা রঙের বৈচিত্র্য চাইলে অনায়াসে বেছে নেওয়া যেতে পারে এই সোয়েটারটি। খুব সুন্দর ডিজাইনে পাওয়া যেতে পারে, তিনটি ভিন্ন রঙের সমন্বয়ে। ফুল হাতা, ভি গলা সোয়েটারটি ১০০ শতাংশ অ্যাক্রেলিক উপাদানে তৈরি। গ্রাহকরা পাচ্ছেন ৬৮ শতাংশ ছাড়। অর্থাৎ ২,১৯৯ টাকার সোয়েটারটি পাওয়া যাবে মাত্র ৬৬৯ টাকায়।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সোয়েটার কিনতে চান! Amazon দিচ্ছে দারুন সস্তায় নামী ব্র্যান্ডের শীত পোশাকের উপহার
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement